মঙ্গলবার

১৭ সেপ্টেম্বর ২০২৪


২ আশ্বিন ১৪৩১,

১২ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে : হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৪, ২৯ আগস্ট ২০২৪  
বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে : হাথুরুসিংহে

সংগৃহিত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দুই যুগের টেস্ট ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। সেটিও ১০ উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশের চোখ এখন দ্বিতীয় ও শেষ টেস্টে। যেটি শুরু হবে আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) থেকে।

প্রথম টেস্টে জয় পাওয়ায় বাংলাদেশ দলের মধ্যে তৈরি হয়েছে চমৎকার মানসিকতা। শেষ টেস্টেও তা অব্যাহত থাকবে বলে মনে করেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচের আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন তিনি।

দ্বিতীয় টেস্টের একাদশ কেমন হবে, বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভাঙবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয় হাথুরুসিংহে। তিনি জানান, পিচ দেখার পর বলা যাবে। প্রধান কোচ অবশ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। যদিও, কারা আসতে পারেন একাদশে তা নিশ্চিত করেননি।

হাথুরুসিংহে বলেন, ‘মানসিকভাবে সবাই খুব চাঙ্গা আছে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো সহজ কাজ নয়। তারা অনেক শক্তিশালী দল। আমরা দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছি। তবে, এখনও পিচ দেখিনি। দেখার পর দল নির্বাচন করা যাবে। পরিস্থিতি অনুযায়ী একাদশে পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের আবহাওয়া ভিন্ন, এর প্রভাব উইকেটে পড়বে। সেটি বিবেচনায় আমাদের একাদশ সাজাব।’

প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে দলের ভালো করার সুযোগ আছে বলেও মন্তব্য করেন হাথুরুসিংহে। জয়ের আত্মতৃপ্তি শেষে এখন সেদিকেই মনযোগ তার।

Nagad
Walton

সর্বশেষ