Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
১৪৯ রানে অলআউট বাংলাদেশ

বুধবার

২২ জানুয়ারি ২০২৫


৯ মাঘ ১৪৩১,

২২ রজব ১৪৪৬

১৪৯ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৪  
১৪৯ রানে অলআউট বাংলাদেশ

সংগৃহিত

স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসারদের তোপে ১৪৯ রানে অলআউট গেছে বাংলাদেশ। এতে ভারতের লিড ২২৭ রানের। তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দিপ মিলে নিয়েছেন ৮ উইকেট।

বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল না ভারতের সামনে। তবে সেই সিদ্ধান্ত নেননি অধিনায়ক রোহিত শর্মা। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ভারত।
প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান ইসলাম।

এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির। ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও (১ বলে ০)। তবে আকাশ দিপকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম। ৩ উইকেটে ২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর নেমেই আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (৩০ বলে ২০)। পরের ওভারেই ১৪ বলে ৮ রান করে জাসপ্রিত বুমরাহের বলে স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি করেন সাকিব ও লিটন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে লেগসাইডে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিটন। ৪২ বলে ২২ রান করে ফেরত যান ডানহাতি ব্যাটার। এতে জুটি ভাঙে বাংলাদেশের।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সাকিবকেও আউট করেন জাদেজা। ভারতীয় স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল বুটে লেগে উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে জমা হয়। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩২ রান (৬৪ বলে) করে ফেরত যান সাকিব।

এরপর বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ হন হাসান মাহমুদ (২২ বলে ৯)। তাসকিন আহমেদ আর নাহিদ রানা করেন ১১ রান করে। ২৭ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। এরপর বাকি ৪ উইকেটের বিনিময়ে ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে ৪ রান যোগ করতেই সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি ভাঙে ভারতের। দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১২৪ বলে ৮৬ রান করে প্যাভিলিয়নে ফেরত যান জাদেজা।
নবম ওভারে বোলিংয়ে দিনের দ্বিতীয় শিকার ধরেন তাসকিন। ভারতের ইনিংসের ৮৯ ওভারে আকাশ দিপকে (৩০ বলে ১৭) সাজঘরের পথ দেখান তিনি।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সেঞ্চুরি করা রবীচন্দন অশ্বিনকেও আউট করেন তাসকিন। ১৩৩ বলে ১১৩ রান করা অশ্বিনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান টাইগার পেসার। অর্থাৎ ৩১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ভারত।

এরপর জাসপ্রিত বুমরাহকে থার্ড স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান হাসান (৯ বলে ৭)। এটি হাসানের পঞ্চম উইকেট। আগের ৪ উইকেট শিকার করেছিলেন ডানহাতি এই পেসার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়