মঈন আলীর অনুরোধে মদের বিজ্ঞাপন সড়িয়ে নিলো চেন্নাই সুপার কিংস
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী
ঢাকা (এপ্রিল ০৫): ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী একজন ইসলাম ধর্মাবলম্বী। ধর্মবিশ্বাসের কারনে তিনি মদ্যপান করেন না। তাই তিনি তার জার্সি থেকে মদ তৈরী সংস্থার লোগো সরিয়ে নিতে বলেছিলেন। এবার তার অনুরোধ রেখেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
মঈন আলী এখন মদের লোগো ছাড়াই জার্সি পরতে পারবেন। নিজের ধর্মের প্রতি বিশ্বস্ত থাকতে মঈন আলী কোনো মদ্য উৎপাদন সংস্থাকে প্রমোটও করেন না। আর বিষয়টি তার দল চেন্নাই সুপার কিংসের কর্তৃপক্ষ ভালোভাবেই মেনে নিয়েছে।
এর আগে কোহলির দল ব্যাঙ্গালুরুর জার্সি হোক, বা ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি সব ক্ষেত্রেই মঈন আলী এই রীতি মেনে চলেছেন। চেন্নাইয়ের নতুন জার্সিতে SNJ-10000 এর লোগো আছে। যা চেন্নাইয়ের মদ প্রস্তুতকার কোম্পানি 'এসএনজে'র একটি শাখা। মঈনের আবেদন রেখেই চেন্নাই তাঁর জার্সি থেকে সংশ্লিষ্ট লোগো সরিয়ে দিয়েছে।
আগামী ১০ এপ্রিল আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নামবে চেন্নাই। ওইদিন তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।