১৫ লাখ টাকার সাকিব খেলবেন খুলনায়
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১৩ নভেম্বর): আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় এখন মাঠের ক্রিকেটে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে এ তারকাকে দেখা যাবে এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। এজন্য এ টুর্নামেন্টের ৫টি দলই তাকে পেতে চেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্লেয়ার্স ড্রাফট থেকে ১৫ লাখ টাকার গ্রেড ‘এ’ থেকে সুযোগ পেয়েই সাকিবকে দলে টেনে নিয়েছে জেমকন খুলনা। এদিকে এদিন প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। আর তৃতীয় ডাকে ফরচুন বরিশাল সুযোগ পেয়ে নিয়েছে তামিম ইকবালকে।
বৃহস্পতিবার প্লেয়ার্স ড্রাফটের ‘এ’ গ্রেড থেকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এদিকে মিনিস্টার গ্রুপ রাজশাহী প্রথম ডাকে ‘বি’ গ্রেডে থেকে নিয়েছে মোহাম্মদ সাইফ উদ্দিনকে।
প্লেয়ার্স ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেয়ে বৃহস্পতিবার খুলনা টেনে নিয়েছে গ্রেড ‘এ’ থেকে মাহমুদউল্লাহ রিয়াদেকে। এ রাউন্ডে লিটন দাসকে নিয়েছে চট্টগ্রাম। এদিকে আফিফ হোসেনকে টেনে নিয়েছে বরিশাল। আর রুবেল হোসেনকে ঢাকা ও শেখ মেহেদীকে টেনে নিয়েছে রাজশাহী।
বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় রাউন্ডে ইমরুল কায়েসকে দলে টেনে নিয়েছে খুলনা। এ রাউন্ডে সুযোগ পেয়ে বরিশাল নিজেদের দলে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে। এদিকে অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুলকে দলে টেনে নিয়েছে রাজশাহী। আর সৌম্য সরকারকে ভিড়িয়েছে চট্টগ্রাম।