বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে বরিশালের বিদায়
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ইউএনবি
ঢাকা (১৪ ডিসেম্বর): বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ পর্বের এলিমিনেটর ম্যাচে সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকার কাছে ৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফরচুন বরিশাল। খবর ইউএনবি।
টস জিতে প্রথমে ব্যাট করে ঢাকা ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। টপ-অর্ডারের ব্যর্থতায় ইয়াসির আলীর অর্ধশতকে ভর করে দেড়শ রানে থামে তাদের ইনিংস। জবাবে ২০ ওভারে খেলে ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় বরিশাল।
ইনিংস শুরুর ২.৪ ওভারে ২১ রান যোগ করে দুর্দান্ত শুরু বার্তা দিয়েছিল বরিশাল। তবে ব্যক্তিগত ১২ রানে সাইফ হাসানকে এবং ২ রান করে পারভেজ হোসেন ইমন পর পর ফিরে গেলে সমস্যা পড়ে বরিশাল।
তৃতীয় উইকেটে জুটিতে তামিম ইকবাল ও আফিফ হোসেন স্কোর বোর্ডে ৩২ রান যোগ করেন। স্বাচ্ছন্দ্যে রান যোগ করছিলেন তারা। তবে স্থির হয়ে যাওয়ার পরও দলকে হতাশ করেন তামিম।
মুক্তির আলীকে উড়িয়ে মারার চেষ্টা করতে গিয়ে আকবর আলীর হাতে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। এর আগে ২৮ বলে খেলে দুটি চারে ২২ রান করেন তামিম।
বরিশালের শেষ ভরসা হিসেবে ৩৫ বলে তিনটি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ৫৫ করে শেষ হয় আফিফের ইনিংস।
আফিফের ফিরে যাওয়ার সময় শেষ তিন ওভারে বরিশালের জিততে ৪৫ রানের দরকার ছিল।
১৮ তম ওভারে রুবেল হোসেন ১০ রান সংগ্রহ করেন এবং পরের ওভারে মাহিদুল ইসলাম আকনকে (১৫) তুলে নিলেও ১৫ রান দিয়েছিলেন বোলার শফিকুল ইসলাম। শেষ ওভারে বরিশালের ২০ রান দরকার ছিল। ওই ওভারে দুটি উইকেট হারিয়ে ১০ রানে নিতে সক্ষম হয়েছে দলটি।
ঢাকার পক্ষে তিনটি করে উইকেট পান মুক্তার এবং শফিউল। এছাড়া আল আমিন দুটি এবং রবিউল ইসলাম রবি একটি উইকেট নেন।
এর আগে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। প্রথমে মাত্র ২২ রানে ঢাকার তিনটি উইকেট তুলে নিয়ে সিদ্ধান্ত ঠিকই নিয়েছেন বলে মনে হয়েছিল।
তবে তৃতীয় উইকেটে মুশফিক এবং ইয়াসির ৫০ রান যোগ করেন। কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে মুশফিক ৩০ বলে চারটি ও একটি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন।
ইয়াসির ৪৩ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৫৪ রান শেষ তার ইনিংস শেষ করেন। ৯ বলে ২১ রান যোগ করেন আকবর আলী।
বরিশালের হয়ে মেহেদী হাসান ও কামরুল ইসলাম দুটি করে এবং তাসকিন আহমেদ ও সোহরাওয়ার্দী শুভ একটি করে উইকেট লাভ করেন।