জুমে আসছে ইমেইল সেবা
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৬ ডিসেম্বর): ২০২০ সালের আগে জুমের ব্যবহার খুব একটা কেউ করতেন না। করোনা পেনডামিকের কারণ বিশ্বের লাখ লাখ মানুষ কাজের সুবিধার্তে ভিডিও কনফারেন্সের ওপর নির্ভরশীল হয়ে পরায় জুম যেন নিত্য ব্যবহার্য পণ্যের মতো সবার কাছে পরিচিত হয়ে গেছে।
বিশ্বব্যাপী জুমের এ জনপ্রিয়তার পর এর কোম্পানি কিন্তু মোটেও হাত গুটিয়ে বসে নেই। দি ইনফরমেশেন এক রিপোর্টে জানিয়েছে, গুগল এবং মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতায় নামতে জুম এখন ইমেইল সেবা নিয়ে কাজ করছে। শুধু তাই নয় তারা একটি ক্যালেন্ডার অ্যাপও চালূ করতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
রিপোর্টে বলা হয়েছে আগামি বছর জুম পরীক্ষামূলক ভাবে ইমেইল সেবা চালু করতে পারে। তবে ক্যালেন্ডার অ্যাপের ব্যাপারে আর কিছু শোনা যায়নি। জুমের সবচেয়ে বড় প্রতিযোগি হচ্ছে মাইক্রোসফট এবং গুগল। এদের রয়েছে ইমেইল, ভিডিওকনফারেন্সিং টুল, ক্যালেন্ডার অ্যাপসহ বিভিন্ন সেবা।
২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত অনেক কোম্পানিই বাসায় থেকেই তাদের কর্মীদের কাজ করার সুযোগ দিচ্ছে। কিন্তু এসব কোম্পানির কর্মীরা যখন আবার কর্মস্থলে কাজে ফিরে যাবেন, তখন সবারই ভিডিও কনফারেন্সিংয়ের বিভিন্ন অ্যাপের ওপর থেকে নির্ভরতা কমে যাবে। তখন পরিস্থিতি অন্যদের মতো জুমের জন্য ভাল হবে না। তাই কোভিড পরবর্তী বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতেই জুম ইমেইল সেবার দিকে মনোযোগ দিচ্ছে।
জুমের জন্য ২০২০ ছিল সোনায় সোহাগা। এ বছরের শুরুতেই এর বাজার মূলধনের পরিমান ছিল ১৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। ২০২০ সালের নভেম্বরে এর পরিমান ১৪০ বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গেছে। নিরাপত্তাসহ আরো বেশ কিছু বিষয়ে সমস্যা সত্ত্বেও ২০২০ সাল জুমের জন্য বেশ ভালই ছিল।
গুগল এবং মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে ইমেইল সেবা চালু করা জুমের জন্য একেবারে খারাপ হবে না।
সূত্র: গেজেটস নাও।