Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
জুলাই থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জুলাই থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৪৯, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ০৩:২৪, ৯ জানুয়ারি ২০২১
জুলাই থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (৮ জানুয়ারি): সব ধরনের অবৈধ, ক্লোন এবং নকল মোবাইল ফোনগুলো ১ জুলাই থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অবৈধ হ্যান্ডসেটগুলি ১ জুলাই থেকে বন্ধ করা হবে, কিন্তু চলমান ফোনগুলোর সংযোগ বিচ্ছিন্ন করব না। তবে, নতুন সমস্ত মোবাইল ফোন বাজারে আসার আগে নিবন্ধন করতে হবে।’

এরকম পরিস্থিতিতে, জনমনে নানান প্রশ্ন উঠেছে এবং কিসের ভিত্তিতে বৈধ অবৈধ নির্ধারণ হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

চলুন জেনে নেওয়া যাক আপনার মোবাইল ফোন বৈধ না অবৈধ:

এজন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন:

KYD<স্পেস> দিয়ে ১৫সংখ্যার IMEI নম্বর টি 16002 তে পাঠিয়ে দিন

সব মোবাইলফোনেই একটি ইউনিক আইএমইআই বা IMEI নম্বর থাকে। তা জানতে ফোনের ডায়াল অপশন থেকে *#06# ডায়াল করলেই ১৫ সংখ্যার একটি নম্বর চলে আসবে।

পরবর্তীতে বিটিআরসি’র পক্ষ থেকে একটি ম্যাসেজের মাধ্যমে ফোনের বৈধতার তথ্য জানিয়ে দেওয়া হবে।

বিদেশ হতে আনা অথবা উপহার পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে কী হবে?

বিদেশ থেকে নিয়ে আসা হ্যান্ডসেট গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে এনইআইআর এর ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজ-পত্রের প্রমাণ দিইয়ে বিটিআরসি কে সহযোগিতা করতে হবে। তখন যাচাই-বাছাই শেষে বিটিআরসি’র সিদ্ধান্তে এনইআইআরে সক্রিয় করা হবে।

ফোন বৈধ বা অবৈধভাবে আমদানি করা হয়েছে কিনা তা সনাক্ত করতে বিটিআরসি একটি স্থানীয় আইটি ফার্ম সেনেসিস আইটির সঙ্গে চুক্তি করেছে। বিটিআরসি একটি জাতীয় ডিভাইস রেজিস্ট্রি ডাটাবেস প্রস্তুত করছে। যেখানে বৈধভাবে আমদানি বা উৎপাদিত করা প্রতিটি ফোন নিবন্ধিত করা হবে।

যেভাবে কাজ করবে এনইআইআর:

নক অটোমেশন অ্যান্ড আইএমইআই ডেটাবেইজ (এনএআইডি) সিস্টেমে এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি আইএমইআই্ নম্বর সংযোজন হয়েছে। এই সিস্টেমের আইএমইআইসমূহ, মোবাইল অপারেটরের ইআইআর এবং বিটিআরসিতে স্থাপিত জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় এনইআইআর একটি সমন্বিত সিস্টেম হিসেবে কাজ করবে।

এনইআইআর চালুর পরে অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্কে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এনইআইআর সিস্টেম চালু হলে সরকার প্রতিবছর চার হাজার কোটি টাকার মত বাড়তি রাজস্ব পাবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়