টেকনোর ৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো বাজারে
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: ট্রানশান বাংলাদেশ লিমিটেড
ঢাকা (০৫ মার্চ): ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এসেছে স্পার্ক সিক্স গো সংস্করণ। এ ফোন এখন ৩/৬৪ জিবি ও ৪/৬৪ জিবি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৯,৯৯০ টাকা এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১০,৯৯০ টাকা। বৃহস্পতিবার টেকনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপার ব্যাটারি বিগ ভেল্যু’ - সেøাগানে এ ফোনের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে এর ৫০০০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে রয়েছে ইনটেলিজেন্ট পাওয়ার সেভিং টেকনোলজি। ফলে এতে ৪০ ঘণ্টার মত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। ৬ দশমিক ৫২ ইঞ্চির ডট-নচ ডিসপ্লে; এর রেশিও ২০:৯ এবং রেজুলেশন ৭২০*১৬০০ এবং এর ফলে ব্যবহারকারী আরও সুন্দর কালার ও দারুণ অভিজ্ঞতা লাভ করবে। সাথে থাকছে ৬৪ জিবি স্টোরেজ যার ফলে আরও বেশী ছবি ও অ্যাপ রাখা যাবে ফোনে।
৪ জিবি র্যাম ও অক্টাকোর প্রসেসরের ফলে অ্যাপ চলবে সুন্দর ভাবে। এর পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা যার আপগ্রেডেড এআই এলগরিদম এর ফলে বোকেহ, এআই বিউটি, এএসডি, এইচডিআর ইত্যাদি ফিচার পাওয়া যাবে এবং এর ফলে ছবির সামগ্রিক কোয়ালিটিও বৃদ্ধি পেয়েছে। আর ডুয়েল ফ্ল্যাশ লাইট থাকায় অন্ধকারেও তোলা যাবে অসাধারণ সব ছবি।
টেকনো স্পার্ক সিক্স গো পাওয়া যাবে অ্যাকুয়া ব্লু ও আইস জেডাইট দুটি কালারে।