বাজারে এল দুর্দান্ত ফিচারের স্যামসাং গ্যালাক্সি এ৫২ ও এ৭২
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
স্যামসাং গ্যালাক্সি এ৫২, এ৭২ ছবি: স্যামসাং
ঢাকা (২০ মার্চ): অ্যাডভান্সড ক্যামেরা ফিচার ও লংটাইম ব্যাটারি লাইফ নিয়ে বাজারে এল স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এ৫২ ও এ৭২ স্মার্টফোন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চক্ষমতা সম্পন্ন নতুন ফোন দুটোতে থাকছে অসাধারণ ক্যামেরা ফিচার, লংটাইম ব্যাটারি লাইফের নিশ্চয়তা। এতে আইপি৬৭ রেটিংযুক্ত পানি ও ধূলিকণা রোধক বৈশিষ্ট্য এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করা হয়েছে।
স্যামসাং ইলেকট্রনিক্সের মোবাইল কমিউনিকেশন বিজনেসের সভাপতি ও প্রধান ড. টিএম রোহ বলেন, ‘গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখে পণ্য উদ্ভাবনে স্যামসাং সব সময় সচেষ্ট। তাই বাজেটের মধ্যে গ্যালাক্সির উদ্ভাবন সবার কাছে পৌঁছে দিতে আমরা গ্যালাক্সি এ সিরিজ নিয়ে এসেছি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফোনগুলোতে ক্যামেরা সেকশনে থাকছে ৬৪ মেগা পিক্সেলের হাই-রেজ্যুলেশন কোয়াড ক্যামেরা সেটাপ। যা দিয়ে প্রাণবন্ত ছবি ও ভিডিও ধারণ করা যাবে। ভিডিও ফিচারের মধ্যে রয়েছে ৪কে ভিডিও স্ন্যাপ থেকে প্রিয় মুহূর্তগুলোকে ৮ মেগা পিক্সেলের হাই-রেজ্যুলেশন ছবিতে কনভার্ট করা যাবে।
ভিডিওতে কাঁপুনি রোধে ব্যবহার করা হয়েছে ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার) প্রযুক্তি। যা ছবি ও ভিডিওর শার্পনেস এবং কাঁপুনি কমিয়ে স্থির ভিডিও আউটপুট দেবে। এছাড়া মাল্টি-ফ্রেম প্রসেসিং ব্যবহারের কারণে নাইট মোড দিয়ে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ৫২ ও এ৭২ স্মার্টফোন দুটিতে যথাক্রমে ৪,৫০০ এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ব্যবহার করা হয়েছে। যা সর্বোচ্চ দুই দিন ব্যাকআপ দেবে।
নতুন গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ অওসাম ব্লু, অওসাম ব্ল্যাক এবং অওসাম হোয়াইট এই তিনটি রঙে পাওয়া যাবে। তবে এর বাজারমূল্য কত হবে তা এখনও নির্ধারণ করেনি স্যামসাং।