শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চ্যানেলগুলোর সম্প্রচার মান পর্যবেক্ষণে মনিটরিং সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৫৯, ২৫ নভেম্বর ২০২০  
চ্যানেলগুলোর সম্প্রচার মান পর্যবেক্ষণে মনিটরিং সেন্টার উদ্বোধন

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৫ নভেম্বর): বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের মান পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রধান কার্যালয়ে নবনির্মিত মনিটরিং সেন্টার আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই উদ্বোধন করেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার ও মন্ত্রনালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মনিটরিং সেন্টারের পাশাপাশি উক্ত অনুষ্ঠানে সিএসসিএল- এর বেশ কিছু উদ্ভাবনী সেবা স্যাটেলাইটের ভি-স্যাট প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত  অঞ্চলসমূহে মোবাইল ফোনের বেইজ টান্সসিভার ষ্টেশন ( বিটিএস)- এ সংযোগ স্থাপন, এক টেলিফোন এক্সচেঞ্জ  থেকে অন্য এক্সচেঞ্জে সংযোগ স্থাপন, ভিডিও সার্ভেলেন্স সিস্টেম পরিচালনা করা ইত্যাদি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মাধ্যমে তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের মাধ্যমে কিভাবে জনগণের সেবার মান বৃদ্ধি করা যায় সে বিষয়টি আমরা বিবেচনা করছি।

অনুষ্ঠানের সভঅপতিত্ব করেন বিএসসিএলের চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ। 
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়