গুগলের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্রে ১০ রাজ্যের মামলা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: বিবিসি
ঢাকা (১৭ ডিসেম্বর): টেক্সাসের নেতৃত্বের যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্য টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অনলাইন বিজ্ঞাপন মার্কেটে গুগলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ এনে বুধবার এ মামলা করা হয়। খবর বিবিসি।
মামলার অভিযোগে অনলাইন বিজ্ঞাপনের নিলামে প্রভাব বিস্তারের লক্ষ্যে গুগল ফেসবুকের সঙ্গে একটি চুক্তি করেছে বলেও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনের প্রশ্নে গুগল বিশ্বব্যাপী বিধি নিষেধের যে বাধার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের এ মামলাকে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে মনে করা হচ্ছে।
গুগল অবশ্য তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছে আদালতেই তারা এসব অভিযোগ জোড়ালো ভাবে মোকাবেলা করবে। গুগলের মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, আমরা মান সম্পন্ন বিজ্ঞাপন সেবায় বিনিয়োগ করেছি। এ সেবা ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ের জন্যই সহায়ক। গত দশক ধরে সারা বিশ্বেই ডিজিটাল বিজ্ঞাপনের মূল্য হ্রাস পেয়েছে। আমাদের জন্যও একই হিসেবে প্রযোজ্য। বিজ্ঞাপন শিল্পে যে গড়পড়তায় ফি রয়েছে গুগলের বিজ্ঞাপন ফি তার চেয়েও কম। ফেসবুকের পক্ষ থকে অবশ্য এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।
অনলাইন বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত প্রধান সফটওয়্যার ডাবলক্লিক ২০০৮ সালে কেনার মাধ্যমেই গুগল অনলাইন মার্কেটের বিজ্ঞাপনে আধিপত্য বিস্তারের গোড়াপত্তন করে। সেটাকে লক্ষ্য করেই টেক্সাসের নেতৃত্বে এ মামলা করা হয়েছে। গুগলের আয়ের ৮০ ভাগই আসে এ অনলাইন বিজ্ঞাপন থেকে।
যুক্তরাষ্ট্রের যে ১০ রাজ্য এবার গুগলের এ আধিপত্যের বিরুদ্ধে লেগেছে তারা হলো: টেক্সাস, আরকানসাস, ইন্ডিয়ানা, কেনটাকি, মিসৌরি, মিসিসিপি, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, উটাহ এবং ইডাহো। এসব রাজ্যের রিপাবলিকান আইনজীবিরা গুগলোর বিরুদ্ধে একাট্টা হয়েছেন। এ মামলা গুগলের ওপর নজরদারি আরো বাড়াবে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এর আগে অক্টোবরে গুগলের একক আধিপত্যের বিরুদ্ধে মামলা করেছিল। এতে বিভিন্ন ব্রাউজার এবং মোবাইল ফোনে ডিফল্ট অপশন হিসেবে নিজেদের সার্জ ইঞ্জিন স্থাপন করতে গুগল কোটি কোটি ডলার প্রতি বছর খরচ করে বলে উল্লেখ করা হয়েছিল। গুগল অবশ্য বলে আসছে অ্যামাজন এবং অন্যান্যদের কাছে প্রতিনিয়ত বাণিজ্যিক প্রতিযোগিতা সৃষ্ট হওয়ায় তারা প্রতিযোগিতা মূলক বাজারেই কার্যক্রম চালাচ্ছে।
তবে কেবল গুগলের বিরুদ্ধেই কঠোর আইনি বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। সম্প্রতি যুক্তরাজ্য এবং ইউরোপের কর্মকর্তারা বড় বড় টেক কোম্পানির বিরুদ্ধ নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি রাজ্যেই ফেডারেল ট্রেড কমিশনের পক্ষ থেকে এ মাসে ফেসবুকের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্যের অভিযোগে মামলা করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই সারা বিশ্বের মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সংবাদ প্রকাশকদের ওপর গুগলের প্রভাব নিয়ে সমালোচনা হচ্ছে। অনেক সংবাদ প্রতিষ্ঠানই বলছে গুগলের আধিপত্যের কারণে তাদের টিকে থাকতে হিমসিম খেতে হচ্ছে।