আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণ জয়
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (৫ জানুয়ারি): ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) বাংলাদেশ দুটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জসহ আরো ছয়টি টেকনিক্যাল শাখায় পদক জিতে নিয়েছে। করোনা মহামারীর কারণে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার দায়েগুতে অনলাইনে এ আইআরও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ক্রিয়েটিভ ক্যাটাগরিতে (জুনিয়র গ্রুপ) রোবো স্পার্কার্স টিমের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মিজবাহ উদ্দিন ইনান এবং উইলিয়াম কেরি একাডেমির জাইমা জাহিন ওয়ারা স্বর্ণ পদক জয় করে।
রোবট ইন মুভি ক্যাটাগরিতে (চ্যালেঞ্জ গ্রুপ) রোবো টাইগার্স টিমের সানবীমের নাশীতাত জায়নাহ রহমান ও চট্টগ্রাম গ্রামার স্কুল-ঢাকার কাজী মুস্তাহিদ লাবিব স্বর্ণপদক জয় করে নেয়।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) জানিয়েছে, ১২ ও ১৩ ডিসেম্বর ঢাকায় বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত আইআরও এর প্রতিযোগিতায় ১৯ সদস্যের বাংলাদেশ টিম অংশ গ্রহন করে।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট লাফিফা জামাল গণমাধ্যমকে বলেন, তিন বছর ধরে বাংলাদেশ আইআরও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতি বছরই আমাদের টিমের সাফল্য আগের বছরকে ছাড়িয়ে যাচ্ছে।
তিনি বলে, আমাদের মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক অনেক প্রতিযোগিতায় চমৎকার সাফল্য নিয়ে আসছে। এটা বাংলাদেশ টিমের চলমান অগ্রগতি। আর এ ধারা আমরা অব্যাহত রাখতে পারলে ভবিষ্যতে আরো বড় কিছু করা সম্ভব।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ক্রিয়েটিভ ক্যাটাগরিতে (জুনিয়র গ্রুপ) বাংলাদেশ এবার নিয়ে পরপর তিনবার স্বর্ণপদক জয় করলো। এছাড়া এ বছর প্রথম বারের মতো চ্যালেঞ্জ গ্রুপেও বাংলাদেশ স্বর্ণ জয় করেছে।