অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ লাইকি
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৫ ফেব্রুয়ারি): বাংলাদেশে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুককে পেছনে ফেলে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হওয়ার বিশাল মাইলফলক অর্জন করেছে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম লাইকি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ডেটা এবং অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম অ্যাপ অ্যানির র্যাঙ্কিং অনুসারে, ফেব্রুয়ারির ২০ এবং ২১ তারিখে লাইকি বাংলাদেশের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সর্বাধিক ডাউনলোড করা ফ্রি অ্যাপ।
বাংলাদেশে লাইকির হেড অব অপারেশন জয় জানান, বর্তমানে বাংলাদেশে যে ডিজিটাল বিপ্লব চলছে তার প্রেক্ষিতে লাইকি সবাইকে ডিজিটাল মাধ্যমে নিজেদের মত প্রকাশের সুযোগ করে দিচ্ছে। আর এই পরিশ্রমের ফলস্বরূপ সম্প্রতি লাইকি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সর্বাধিক ডাউনলোড করা ফ্রি অ্যাপের মর্যাদা অর্জন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শীর্ষ ১০-এর তালিকাভুক্ত বাকি অ্যাপগুলোর মধ্যে রয়েছে ফেসবুক লাইট, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, নগদ এবং রিদমিক কিবোর্ড।
লাইকি প্ল্যাটফর্মে চালু করা বিভিন্ন হ্যাশট্যাগ চ্যালেঞ্জের মধ্যে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে #Nomeansno প্রচারণাটি ব্যাপক সাড়া ফেলেছিল।