আজ-কালের মধ্যে সক্রিয় হবে ফেসবুক
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: ফেসবুকের লোগো
ঢাকা (২৭ মার্চ): সামাজিক যোগাযোগমাধ্যম সাইট ফেসবুক ও মেসেঞ্জার আজ বা আগামিকালের মধ্যে আবার সক্রিয় হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শুক্রবার বিকাল থেকেই দেশব্যাপী ব্যবহারকারীরা ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপ দুটি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।
এর আগে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছিল, বাংলাদেশে ফেসবুক এবং মেসেঞ্জার ব্লক করা হয়নি। তবে ফেসবুকের এক মুখপাত্র জানান, বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার সেবা সীমিত হওয়ার খবর পাওয়া গেছে।
বিটিআরসি পক্ষ থেকে বলা হয়েছে, “কারিগরি ত্রুটির” কারণে ব্যবহারকারীরা এ অ্যাপ দুটি ব্যবহার করতে পারছে না। তবে নিয়ন্ত্রণ কমিশন এ অ্যাপ দুটি বন্ধ করেনি।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে শনিবার বলেন, ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা এখনো এ অ্যাপ ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছে। এ সমস্যা সমাধানে তারা কাজ করছেন। আজ (শনিবার) বা আগামিকালের (রবিবার) মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী ও রাজধানী ঢাকা মতিঝিলে এলাকার ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিটিআরসি। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হওয়ার পর বিটিআরসি মোবাইল ফোন কোম্পানি এবং অন্যান্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার এ নির্দেশ দিয়েছিল।