গুগল, অ্যামাজন আইনি কাঠামোতে এসেছে, এটা সুখবর : মোস্তফা জাব্বার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গুগল ও অ্যামাজনের লোগো
ঢাকা (৩০ মে): বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি কোম্পানী গুগল ও অ্যামাজন বাংলাদেশের আইনী কাঠামোর মধ্যে থেকে নিজ নিজ ব্যবসা পরিচালনা করবে। এখন থেকে এই দুটি কোম্পানীর বাংলাদেশী বিজ্ঞাপনের বিপরীতে ১৫ শতাংশ কর পরিশোধ করবে।
সম্প্রতি এই দুটি কোম্পানী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বিজনেস আইডেন্টিটিফিকেশন নাম্বার (বিআইএন) সদন নিয়েছে। এর আগে ২০১৮ সাল থেকে এই দুটি কোম্পানীর সঙ্গে কর নিয়ে আলোচনা শুরু করে এনবিআর।
বহুজাতিক প্রযুক্তি কোম্পানী দুটি বাংলাদেশের ব্যবসা করতে আইনী কাঠামোর ভেতর আসায় প্রশংসা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার।
তিনি বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বলেন, এই কোম্পানী দুটি বাংলাদেশের আইন মেনে ব্যবসা করবে। তারা আইনী কাঠামোর মধ্যে এসেছে, এটা আমাদের জন্য সুখবর।
তিনি বলেন, এরমধ্যে দিয়ে এই ধরণের কোম্পানীগুলোর সঙ্গে আমাদের সর্ম্পক আরও কার্যকর ও ভালো করবে।
এদিকে, গুগল ও অ্যামাজন বিআইএন নাম্বার নিলেও ফেসবুখ এখনও এই নাম্বার নেয়নি। যদি বাংলাদেশ থেকে ফেসবুকেও অনেক টাকা বিজ্ঞাপন দেওয়া হয়।