Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
যুক্তরাষ্ট্রে মর্ডানার ভ্যাকসিন অনুমোদন

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে মর্ডানার ভ্যাকসিন অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩৬, ১৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৩৭, ১৯ ডিসেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে মর্ডানার ভ্যাকসিন অনুমোদন

ছবি: বিবিসি

ঢাকা (১৯ ডিসেম্বর): মর্ডানার ভ্যাকসিন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সরকার। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মর্ডানার টিকা বিতরণের পথ সুগম হলো। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এক সপ্তাহ আগেই ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে। এখন সেখানে এ টিকা দেয়া হচ্ছে। মর্ডানা থেকে ২০০ মিলিয়ন ডোজ কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সম্মত হয়েছে। এর ছয় মিলিয়ন টিকা এখনই যুক্তরাষ্ট্রে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। জন হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য অনুযায়ী সেখানে ইতোমধ্যেই ৩১৩,৫০০ ব্যক্তির মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে।

এফডিএ কমিশনার স্টিফেন হান বলেছেন, যুক্তরাষ্ট্রে করেনাবাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শুক্রবার জরুরী ভিত্তিতে অনুমোদন দেয়া মর্ডানার টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিদিনই যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অ্যাডভাজরি প্যানেল ২০-০ ভোটে মর্ডানার টিকা অনুমোদনের পক্ষে মত দেয়ার পর শুক্রবার এ টিকা নুমোদন দেয়া হয়। এর আগে মর্ডানার টিকা নিরাপদ এবং ৯৪ ভাগ ক্ষেত্রে সফল বলে রিপোর্ট দেয়া হয়।

এ ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে জানান যে সর্বসম্মতভাবে মর্ডানার ভ্যাকসিন অনুমোদন দেয়া হচ্ছে। অচিরেই এ টিকা বিতরণ শুরু করা হবে।

এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফাইজার এবং মর্ডানার টিকা অনুমোদনের অর্থ হচ্ছে আগামিতে আমাদের জন্য সুদিন আসছে। তবে তিনি উল্লেখ করেন করোনার বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। তিনি সোমবার করোনার টিকা নেবেন বলে জানা গেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়