কোভিড যোদ্ধা অভিবাসীদের নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৩ ডিসেম্বর): সম্মুখ সারির কোভিড যোদ্ধা হিসেবে পরিচিত শত শত অভিবাসীকে নাগরিকত্ব দেয়ার মাধ্যমে পুরস্কৃত করছে ফরাসি সরকার। এ লক্ষ্যে কোভিড বিরোধী লড়াইয়ে সহযোগিতা করেছেন এমন অভিবাসীদের নাগরিকত্ব দিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে আবেদন চাওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, ৭০০ জনের বেশি অভিবাসীকে ইতোমধ্যেই নাগরিকত্ব দেয়া হয়েছে বা চূরান্ত পর্যায়ে রয়েছে। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী, ক্লিনার এবং দোকান কর্মচারী।
সারা বিশ্বে কোভিড আক্রান্তদের মাঝে সম্মুখ সারিতে যারা দায়িত্ব পাালন করেন তাদের সংখ্যা অনেক বেশি। ডাক্তার এবং নার্সসহ এদের মধ্যে অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারাও গেছেন। করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন। সেখানে মৃত্যুবরণ করেছেন প্রায় ৬২০০০জন।
ফ্রান্সের নাগরিকত্ব বিষয়ক জুনিয়র মন্ত্রী মার্লেন শিপ্পার অফিস থেকে মঙ্গলবার বলা হয়েছে, স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী, পরিচ্ছন্নতা কাজে সম্পৃক্ত নারী, শিশুদের সেবাদানকারী-এরা সবাই দেশের প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ দিয়েছেন। এখন তাদের দেশের কাছ থেকে প্রতিদান পাবার পালা।
ফ্রান্সের নাগরিকত্ব পেতে হলে একজন অভিবাসীকে ৫ বছর সেখানে অবস্থান করে আয়ের নিশ্চয়তা এবং ফরাশি সমাজের সঙ্গে তার একীভূত হওয়ার প্রমাণ দিতে হয়। কিন্তু সরকার এখন বলছে দুবছর ফ্রান্সে অবস্থানকারী প্রথম সারির কোভিড যোদ্ধারা দেশের প্রতি অকাগ্রতার প্রমাণ দিলেই নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন।