বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৮ কোটি
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৮ কোটি
ঢাকা (২৭ ডিসেম্বর): বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৮ কোটি ৩ লাখ ১৭ হাজার ৮২০ জনে দাড়িয়েছে। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৯২১ জনে। রোববার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ কথা জানা গেছে। খবর ইউএনবি।
জেএইচইউ জানিয়েছে, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সেখানে মোট মৃত্যুবরণ করেছেন ৩ লাখ ৩১ হাজার ৯০২ জন।
করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর মৃত্যু নিয়ে ভারত আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
ভারতে মোট আক্রান্ত ১ কোটি ১ লাখ ৯৯ হাজার ছাড়িয়ে গেছে এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৩৪৩ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭৪ লাখ ৬৬ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭৯৫ জনের।
রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশের মধ্যে রয়েছে- রাশিয়া ২৯ লাখ ৯২ হাজারের বেশি. ফ্রান্স ২৬ লাখ ৭ হাজারের বেশি, যুক্তরাজ্য ২২ লাখ৬২ হাজারের বেশি ও তুরস্ক ২১ লাখ ৩৩ হাজারের বেশি।
মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে মেক্স্রিকো ১ লাখ ২২ হাজার ২৬ জন। তারপরে ইতালিতে ৭১ হাজার ৬২০জন, যুক্তরাজ্যে ৭০ হাজার ৫১৩জন, ফ্রান্সে ৬২ হাজার ৬৯৪জন ও ইরানের ৫৬ হাজার ৫৭৪জন মারা গেছেন।