৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা বিলে ট্রাম্পের স্বাক্ষর
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৮ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে কোভিড-১৯ তহবিল এবং প্রণোদনা বিলে স্বাক্ষর করেছেন। আইনপ্রণেতাদের চাপের মুখে অবশেষে শর্ত জুড়ে দিয়ে তিনি ৯০ হাজার কোটি ডলারের এ বিলে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। খবর বিবিসি, আল জাজিরা।
ফ্লোরিডায় ছুটিতে থাকা ট্রাম্প বিলটিতে সই করায় লাখ লাখ কর্মহীন আমেরিকান স্বস্তি খুঁজে পেয়েছেন। এর আগে তিনি এ বিল স্বাক্ষরে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, আমেরিকানদের তিনি এককালীন আরো বেশি অর্থ দিতে চান। এ বিলম্বের কারনে লাখ লাখ আমেরিকান তাদের বেকারভাতা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছিলেন। সোমবার রাতের মধ্যে তিনি যদি এ বিলে স্বাক্ষর না করতেন তাহলে সরকার অংশত স্থবির হয়ে যেত।
ট্রাম্প বিলের বিষয়ে টুইটে ‘সুসংবাদ’ দেওয়ার পর হোয়াইট হাউসও কোভিড প্রণোদনা বিলে স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করে। তবে শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, ‘কংগ্রেসকে বলেছি- আমি ব্যয়ের ক্ষেত্রে আরও অনেক কম অপচয় চাই। আরও অর্থ আমেরিকার মানুষের কাছে যাক- বয়স্ক জনপ্রতি ২০০০ ডলার এবং শিশুপ্রতি ৬০০ ডলার করা হোক।’
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জাড ডিয়ার বলেন, বিল থেকে ‘অপব্যয়ের উপাদানগুলো’ বাদ দিতে ‘কঠোর বার্তা’ দিয়েছেন প্রেসিডেন্ট।
এছাড়া ব্যবহারকারী কর্তৃক সামাজিক প্ল্যাটফর্মে আপত্তিকর শব্দ, ছবি এবং ভিডিও পোস্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টদের আইনিভাবে দায়বদ্ধ না করার বিষয়ে আনা সেকশন ২৩০ পুনর্বিবেচনা কিংবা বাতিলের বিষয়েও শর্ত জুড়ে দেন ট্রাম্প।
কয়েক মাসের দর-কষাকষির পর গত সপ্তাহে পাস হওয়া বিলে ৯০ হাজার কোটি ডলারের যে প্রণোদনা প্যাকেজ রয়েছে তাতে বছরে ৭৫ হাজার ডলারের নিচে আয় করা মার্কিনিদের এককালীন ৬০০ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। ট্রাম্প এককালীন এ অর্থের পরিমাণ বাড়িয়ে ২ হাজার ডলার করতে বলেন।
এর আগে এই বিলে স্বাক্ষর না করায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বিল স্বাক্ষরে ট্রাম্পের গড়িমসি নিয়ে শনিবার লিখিত বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্পের এই দায়িত্ব পালনের ব্যর্থতা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’