পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৮ ডিসেম্বর): ভারত সরকার সব ধরণের পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সোমবার এ প্রত্যাহারের কথা ঘোষণা করা হলেও এটি কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।
আমদানি-রপ্তানির বিভিন্ন বিষয় দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ভারতের বাণিজ্য মন্ত্রনালয়ের সহযোগি প্রতিষ্ঠান ডিজিএফটি (ডিরেকটরেট জেনারেল অব ফরেন ট্রেড) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব ধরণের পেঁয়াজ রপ্তানি ফ্রি করে দেয়া হয়েছে। এটা ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারত সরকার এটি রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে এ মাসের শুরুতে ভারত আরো দেড় মাসের জন্য পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করে। দেশে পেঁয়াজের যোগান বাড়ানোর জন্যই সরকার এ পদক্ষেপ নিয়েছে।
বাজারে নতুন পেঁয়াজ আসায় ভারতের অনেক স্থানেই এখন দাম সহনশীল পর্যায়ে নেমে আসতে শুরু করেছে। নয়াদিল্লির বাজারে বৃহস্পতিবার প্রতি কেজি পেয়াজ ৪০ কেজি রুপির নীচে বিক্রি হয়েছে। অথচ অক্টোবরে এ পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৬৫ থেকে ৭০ রুপি।