নিরাপত্তা সংস্থাগুলোর বিপুল ক্ষতি করেছে ট্রাম্প প্রশাসন: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৯ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প প্রশাসনের হাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর বিপুল ক্ষতির শিকার হয়েছে। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। খবর বিবিসি।
বাইডেন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগীদের সঙ্গে বৈঠকের পর বলেছেন, দায়িত্ব যখন হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে রয়েছে তখন তার দল প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না। এর মধ্যে প্রতিরক্ষা দপ্তরের তথ্যও রয়েছে।
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। এর আগেই প্রশাসনিকভাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার সহযোগীদেরকে প্রয়োজনীয় ব্রিফ করে বিদায়ী প্রশাসন।
বাইডেন অভিযোগ করেছেন, প্রতিরক্ষা দপ্তর এবং ব্যবস্থাপনা ও বাজেট দপ্তরে ‘রোডব্লকের’ মুখে পড়েছে তার সহযোগীরা। তিনি বলেন, ‘প্রধান জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিদায়ী প্রশাসন থেকে আমাদের যেসব তথ্য প্রয়োজন তা এই মুহূর্তে আমরা পাচ্ছি না। এটি আমার দৃষ্টিতে দায়িত্বজ্ঞানহীনতার মধ্যেও পড়ে না। ’
বাইডেন বলেন, ‘আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এর অনেকগুলো ব্যক্তি, সামর্থ্য ও নৈতিকদিক থেকে ফাঁপা। নীতি নির্ধারণী প্রক্রিয়া দুর্বল কিংবা পক্ষপাতদুষ্ট।’
বাইডেনের এ ধরণের মন্তব্যের পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার বলেছেন, ক্ষমতা হস্তান্তরের বিষয়গুলোতে সহযোগিতা করতে কর্মকর্তারা চরম পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রনালয় ৪০০ এর বেশি কর্মকর্তার সঙ্গে ১৬৪ টি সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে এবং ৫০০০ পৃষ্ঠার বেশি নথি সরবরাহ করেছে যা বাইডেনের সহযোগিদের অনুরোধের চেয়েও অনেক বেশি।
পেন্টাগনের এক মুখপাত্রও বলেছেন বাইডেনের সহযোগিদের সঙ্গে তাদের আচরণ একেবারেই স্বচ্ছ।