বিশ্বে একদিনে করোনায় ৭ হাজার মৃত্যু
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা, ২৮ অক্টোবর: করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৭২ হাজারে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত সাড়ে চার লাখ মানুষের দেহে মিলেছে ছোঁয়াচে ভাইরাসটি। ফলে এতে আক্রান্ত হয়েছে চার কোটি ৪২ লাখের বেশি মানুষ।
এদিকে, মঙ্গলবার সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। হাজারের মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৩২ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৫০০ মৃত্যুর রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৫৮ হাজার ছুঁইছুঁই।
অন্যদিকে, এপ্রিলের পর প্রথম একদিনে পাঁচ শতাধিক মৃত্যু দেখেছে ফ্রান্স। মোট প্রাণহানি সাড়ে ৩৫ হাজার। ৫শ’র বেশি মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৮০ লাখ।