Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
নাইজারের উগ্রপন্থীদের হামলায় নিহত ৭৯

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাইজারের উগ্রপন্থীদের হামলায় নিহত ৭৯

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৭, ৩ জানুয়ারি ২০২১  
নাইজারের উগ্রপন্থীদের হামলায় নিহত ৭৯

ছবি: বিবিসি

ঢাকা (৩ জানুয়ারি): নাইজারের দুইটি গ্রামে সন্দেভাজন ইসলামপন্থী উগ্রপন্থীরা হামলা চালিয়ে ৭৯ জনকে হত্যা করেছে। চৌমাঙ্গ গ্রামে মারা গেছেন ৪৯ জন এবং আহত  হয়েছে ১৭ জন। অন্যদিকে নাইজারের পশ্চিম সীমান্তের কাছে জরোমদারে আরো ৩০ জন নিহত হয়েছে। খবর বিবিসি।

বিবিসি জানিয়েছে, আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।

এদিকে ফ্রান্স বলছে, মালিতে নিযুক্ত তাদের দুই সেনা মারা গেছে। আল কায়েদার সঙ্গে যুক্ত একটি গ্রুপ বলেছে, সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল।

পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা এবং ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করা হয়েছে যার নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স। কিন্তু নাইজেরিয়া ও মালির মত দেশগুলোতে প্রতিনিয়ত সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে।

দুই গ্রামে হামলার খবর ফ্রান্সের আরএফআই নিউজই সরকারকে জানিয়েছে। এরপর সরকার সেটা নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা বলেছেন ওই এলাকার সুরক্ষায় সেনা পাঠানো হয়েছে। কিন্তু তারপরেও সেখানে এ ধরণের হতাহতের ঘটনা ঘটেছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়