মার্কিন কংগ্রেস ভবনে হামলায় নিহত ৪, ওয়াশিংটন ডিসিতে কারফিউ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ক্যাপিটল ভবনে স্পিকারের কক্ষে এক বিক্ষোভকারী,ছবি: বিবিসি
ঢাকা(০৭ জানূয়ারি): আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থকদের কংগ্রেস ভবনে ঢুকে পড়ার ঘটনায়৪ জন নিহত হয়েছে। খবর বিবিসি।
ওয়াশিংটন ডিসি’র পুলিশ জানিয়েছে, মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটাল-এ ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংসতায় ৪ জন নিহত হয়েছে। এরমধ্যে পুলিশের গুলিতে এক নারী নিহত হয়। পরে ‘মেডিক্যাল ইর্মাজেন্সী’তে আরও তিন জন মারা গেছেন।
আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে। একপর্যায়ে সমাবেশ অগ্নিগর্ভে রূপ নেয়।
বিবিসির খবরে বলা হয়, এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়েছে।