ট্রাম্পের টুইটার, ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট বন্ধ
আর্ন্তজাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার
ঢাকা(০৭ জানুয়ারি): মার্কিন আইনসভা কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের ঢুকে পড়া এবং হামলা চালানোর ঘটনায় ফেসবুক ও টুইটার ডোনাল্ড ট্রাম্পের পোস্ট বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য অধিবেশন চলাকালীন সময় ট্রাম্পের শত শত সমর্থক এই হামলা চালায়। খবর , বিবিসি ও রয়র্টাস।
ঘটনার পর পরই ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, আগামি ২৪ ঘন্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ থেকে কোন পোস্ট অনুমোদন করা হবে না।
এর আগে টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘন্টার জন্য লক করে দেওয়া হয়েছে। এরপরেও যদি সংঘর্ষ অব্যাহত থাকে তাহলে টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এছাড়া টুইটার ট্রাম্পের একটি ভিডিওসহ মোট ৩টি পোস্ট রিমুভ করতে বলেছে। ওই ভিডিওতে ট্রাম্প তার সমর্থকদের ঘরে ফেরার আহবান জানানোর পাশাপাশি ভিডিওটিতে নির্বাচন নিয়ে বারবার মিথ্যাচার করেন।
ফেসবুক ও ইনস্টাগ্রাম জানিয়েছে, তাদের দুটি নীতি ভঙ্গ করার কারণে আগামী ২৪ ঘন্টা ডোনাল্ড ট্রাম্প কোনো পোস্ট দিতে পারবেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ কিছু বলেনি।
এদিকে, বুধবারের হামলা ও মৃত্যুর ঘটনায় ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেছেন, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। মার্কিন ক্যাপিটল পুলিশের গুলিতে ওই নারী নিহত হন। বাকি তিনজন হাসপাতালে মারা যান।