মহারাষ্ট্রে হাসপাতালের আগুনে ১০ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (৯ জানুয়ারি): ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে ভয়াবহ আগুনে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে এ খবর জানা গেছে।
পিটিআইকে হাসপাতালের একজন ডাক্তার জানিয়েছেন, শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এক হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। রাতে কর্মরত এক নার্স প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তিনিই প্রথম হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিট থেকে আসা ধোঁয়া দেখতে পান। এরপর চিৎকার দিয়ে ওঠেন এবং বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। এরপর পাঁচ মিনিটের মধ্যেই সেখানে হাসপাতালের অন্য স্টাফরা পৌঁছান।
হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ কান্ডাতে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭ জন নবজাতক ছিল। তাদের মধ্যে ৭ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থ্যাকারে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেস তোপে নিহত শিশুর পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।