ভারতে বিতর্কিত কৃষি আইন স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডে । ছবি: বিবিসি
ঢাকা (১১ জানুয়ারি): ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এসব আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা এক মামলার শুনানিতে সোমবার এ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবডে। খবর বিবিসি বাংলা।
বিতর্কিত এসব আইন বাতিলের দাবিতে দেড় মাসেরও বেশি সময় ধরে দিল্লি সীমান্তে কৃষকেরা নজিরবিহীন আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিচারপতি এস এ বোবডে সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা এই আইন স্থগিত করবেন কি না জানান, নইলে আমরাই সেটা করতে বাধ্য হব।’
বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যেভাবে পুরো বিষয়টি সামলাচ্ছে, তাতে সুপ্রিম কোর্ট অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতিরা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষক আন্দোলনের নিষ্পত্তি করার জন্য আরও সময় চাওয়া হলে ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের আদৌ মনে হচ্ছে না সরকার ঠিকমতো বিষয়টা সামলাতে পারছে। এখন কৃষক আন্দোলনকে ঘিরে রক্ত ঝরলে আপনারা কি দায় নিতে প্রস্তুত?’
তিনটি কৃষি আইন প্রণয়ন করার আগে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যথেষ্ট আলাপ-আলোচনা করেনি বলেও সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল প্রশ্ন তুলেছিলেন, ‘বিষয়টি নিয়ে রায় দেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন?’
জবাবে এস এ বোবডে বলেন, ‘আমাদের ধৈর্য নিয়ে কোনও জ্ঞান দিতে আসবেন না। এতদিন আমরা আপনাদের যথেষ্ট সাহায্য করেছি, আপনারা কিছুই করতে পারেননি।’
তবে আজকের রায়ের পরও কৃষকদের তাদের আন্দোলন চালানোর অধিকার থাকবে, শীর্ষ আদালত সেটা স্পষ্ট করে দিয়েছে। কৃষকদের উদ্দেশে সুপ্রিম কোর্ট বলেন, ‘আপনারা যেখানে অবস্থান নিয়ে আছেন সেখানেই থাকবেন না কি অন্য কোথাও গিয়ে আন্দোলন করবেন সেটা আপনাদেরই স্থির করতে হবে।’
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আন্দোলনরত কৃষকেরা দিল্লির সীমান্ত থেকে এখনও উঠে যাওয়ার কোনও লক্ষণ দেখাননি। আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করার জন্য কৃষক নেতারা এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন।
সঙ্কটের সমাধান খুঁজতে শুক্রবার সরকারের সঙ্গে কৃষকদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।