পাঁচ দেশের গৃহকর্মীর ভিসা চালু করলো কুয়েত
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা(১৯ জানুযারি): বাংলাদেশসহ ৫টি দেশের গৃহকর্মীর ভিসা চালু করেছে কুয়েত। অন্য দেশগুলো হলো ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইন। গত ১৭ জানুয়ারি কুয়েতের শ্রম মন্ত্রনালয় কুয়েতের নাগরিকদের জন্য গৃহকর্মী আনতে এই অনুমোদন দেয়। খবর আরব টাইমস।
জানা গেছে, কুয়েত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক পুনরায় চালু করার সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই এই ৫ দেশ থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধু গৃহকর্মী প্রবেশ করতে দেওয়া হবে। স্পনসর (মালিক) এবং বিমান সংস্থার টিকিট,প্রাতিষ্ঠানিকভাবে পৃথকীকরণ এবং প্রয়োজনীয় অর্থ প্রদানের মাধ্যমে কুয়েত আগমনের জন্য নতুন বা প্রত্যাগত গৃহকর্মীদের বালসামা অ্যাপে নিবন্ধন করতে হবে।