ভারতের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
পুনায় সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ আগুন। ছবি: এনডিটিভি
ঢাকা (২১ জানুয়ারি): ভারতের পুনায় সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ আগুন লেগেছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
এনডিটিভি জানিয়েছে, সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন একটি স্থাপনায় আগুন লেগেছে। এতে করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিড শিল্ড উৎপাদন ব্যহত হওয়ার আশংকা নেই।
বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দাবি করা সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়ার (এসআইআই) বিস্তার পুনার ১০০ একরের বেশি এলাকা জুড়ে। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, মঞ্জরি নামের যে স্থাপনাতে আগুন লেগেছে সেখানে পৌঁছাতে কোভিড উৎপাদনকারী স্থাপনা থেকে গাড়িতে যেতে কয়েক মিনিট সময় লাগে। একে বিশেষ অর্থনৈতিক জোনের অংশ বলে বিবেচনা করা হচ্ছে।
ভবিষ্যতে করোনার মতো ভয়াবহ মহামারি মোকাবিলা করতে মঞ্জরি কমপ্লেক্সে আট থেকে নয়টি ভবন নির্মাণ করা হচ্ছে। এতে এসআইআইয়ের বিস্তার আরো বাড়বে।
আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ায় সমগ্র আকাশ ঢেকে গেছে। দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভবনের ভেতরে চারজন আটকা পড়েছিলেন। তারা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ব্যাপক ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক পদার্থের কারণে এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে এখনো আগুনের উৎসস্থলে বা এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বেসরকারি সংবাদ সংস্থা এএনআই টুইটার পেজে জানিয়েছে, গেট নম্বর ১-এর কাছে আগুন লাগে। দ্বিতীয়তলায় আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।