সেরাম ইনস্টিটিউটের আগুনে ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২১ জানুয়ারি): ভারতের পুনায় সেরাম ইনস্টিটিউটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
আগেই জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউটের নির্মাণাধীন স্থাপনার এ আগুনে করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিড শিল্ড উৎপাদন ব্যহত হওয়ার আশংকা নেই।
সেরামের সিইও আদর পুনাওয়ালা এক টুইটে জানিয়েছেন, আমাদের কাছে আগুনের ঘটনার কিছু দুঃখ জনক আপডেট এসেছে। বিষয়টি খতিয়ে দেয়ার পর আমরা নিশ্চিত হয়েছি যে, আগুনে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
রিপোর্টে বলা হয়েছে, আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনীর ১০টি ইউনিট। দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দমকল বাহিনী সেখানে আটকে থাকা পাঁচ ব্যক্তিকে উদ্ধার করেছে।
এর আগে সেরামের সিইও আদর পুনাওয়ালা এনডিটিভিকে বলেছিলেন, আগুন লাগা ভবনে আটকে থাকা আরো একজন বা দুজনকে উদ্ধার করাই এখন আমাদের অগ্রাধিকার। এতে ক্ষয়ক্ষতিসহ অন্য সবকিছুই আমরা পরে নিরূপণ করবো।
এনডিটিভি এর আগে জানিয়েছিল, সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন একটি স্থাপনায় আগুন লেগেছে। এতে করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিড শিল্ড উৎপাদন ব্যহত হওয়ার আশংকা নেই।
বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দাবি করা সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়ার (এসআইআই) বিস্তার পুনার ১০০ একরের বেশি এলাকা জুড়ে। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, মঞ্জরি নামের যে স্থাপনাতে আগুন লেগেছে সেখানে পৌঁছাতে কোভিড উৎপাদনকারী স্থাপনা থেকে গাড়িতে যেতে কয়েক মিনিট সময় লাগে। একে বিশেষ অর্থনৈতিক জোনের অংশ বলে বিবেচনা করা হচ্ছে।
ভবিষ্যতে করোনার মতো ভয়াবহ মহামারি মোকাবিলা করতে মঞ্জরি কমপ্লেক্সে আট থেকে নয়টি ভবন নির্মাণ করা হচ্ছে। এতে এসআইআইয়ের বিস্তার আরো বাড়বে।
এদিকে আনন্দবাজারের এক রিপোর্টে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সেরাম ইনস্টিটউটের মঞ্জরি প্ল্যান্টে আগুন লেগেছে। ১ নম্বর টার্মিনালের গেটের পাশেই ছিল একটি নির্মাণাধীন ভবন। সেখানেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের দুটি তলায়। কালো ধোঁওয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে দমকল বাহিনীও পৌঁছে যায় ঘটনাস্থলে। এই অগ্নিকাণ্ডে সেরামের টিকা প্রস্তুতকারী স্থাপনার কোন ক্ষতি হয়নি।