নেপালের কমিউনিস্ট পার্টি থেকে প্রধানমন্ত্রীকে বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ছবি: সংগৃহীত
ঢাকা (২৫ জানুয়ারি): প্রধানমন্ত্রীকে কে পি শর্মা ওলিকেই দল থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে নেপালের কমিউনিস্ট পার্টি (এনসিপি)। ক্ষমতাসীন দল এনসিপির একাংশের নেতৃত্বে থাকা পুস্প কমল দাহাল ‘প্রচণ্ড’ রোববার তাকে দলের সাধারণ সদস্যের পদ থেকে বহিস্কার করেন। খবর টাইমস অব ইনডিয়া।
সংশ্লিষ্ট সূত্রের উদ্বৃতি দিয়ে টাইমস অব ইনিডিয়া জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ডের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী ওলি দলের নেতৃত্ব নেয়ার ব্যাপারের কোন গ্রহন যোগ্য ব্যাখ্যা দিতে পারেননি। তাই দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ওলির সদস্যপদ বাতিল করা হয়েছে।
এর আগে ডিসেম্বরে দলের অভ্যন্তরীন কোন্দলে ওলিকে ক্ষমতাসীন দলের অন্যতম চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হয়। তখন মাধব নেপালকে দলের দ্বিতীয় চেয়ারম্যান এবং প্রচণ্ডকে দলের প্রথম চেয়ারম্যান ঘোষণা করা হয়।
এদিকে দ্য হিন্দু জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে সরকারে থাকা দল নেপাল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে করে ওলি দলের সাধারণ সদস্য পদও হারিয়েছেন। রোববার দলীয় সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
নেপালের কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজী শ্রেষ্ঠা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ বাতিল করা হয়েছে। দলের দুই নেতা মাধব নেপাল ও পুষ্প কমল দাহাল (প্রচণ্ড) -এর নির্দেশে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলেও জানান দলের মুখপাত্র।
প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। চুক্তি অনুযায়ী নেপালি মাওবাদী পার্টির নেতা প্রচণ্ড কে ক্ষমতা হস্তান্তর করতে চাননি।
উল্লেখ্য, তিন বছর আগে নির্বাচনে জয়লাভ করে নেপালে কমিউনিস্ট পার্টি ও মাওবাদীদের জোট এনসিপি। প্রধানমন্ত্রী হন ওলি। তবে চুক্তি ছিল পাঁচ বছরের মেয়াদে আড়াই বছর করে দুই দলের প্রধানমন্ত্রী হবে পর্যায়ক্রমে। সেই শর্ত মেনে মাওবাদী নেতা প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন কেপি ওলি।