সৌদি প্রবেশে ভারত, যুক্তরাষ্ট্রসহ ২০ দেশের নাগরিকের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সৌদি গেজেট
ঢাকা (০৩ ফেব্রুয়ারি): সৌদি আরব ২০টি নির্দিষ্ট দেশ থেকে কূটনীতিক, চিকিৎসক এবং তাদের পরিবারসহ সৌদি নাগরিক নন এমন ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। করোনাভাইরাসের বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর ইউএনবি।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।
সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা ২০টি দেশ হলো- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান।
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে পূর্ব সতর্কতা হিসেবে নেয়া এ সিদ্ধান্ত সৌদি আরবের স্থানীয় সময় বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে কার্যকর হবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, 'উল্লিখিত দেশগুলো থেকে আসা সৌদি নাগরিক, কূটনীতিক, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা অথবা যারা সৌদিতে ফিরে আসার আগের ১৪ দিনের মধ্যে সেই দেশগুলোর যেকোনো একটিতে গিয়েছিল তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরোপিত সতর্কতামূলক পদক্ষেপ মেনে সৌদিতে প্রবেশ করতে পারবে।'