Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
গণতন্ত্র সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ 

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গণতন্ত্র সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ 

আন্তজার্তিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০০:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২১
গণতন্ত্র সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ 

ইনফোগ্রাফ বিজনেসইনসাইডারবিডি

ঢাকা (০৩ ফেব্রুয়ারি): বিশ্ব গণতন্ত্র সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০২০-এ ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে ১৬৭ দেশের মধ্যে ৭৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গেল বছর এ সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৮৮। 

পাঁচটি সূচকের উপর ভিত্তি করে ইআইইউ ১৬৭ দেশের গণতন্ত্রের সূচক নির্ধারণ করেছে। এগুলো হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া ও বহু দলের অংশগ্রহণ, সরকারের কার্যক্রম, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। 

এসব সূচকের বিপরীতে দেখা গেছে, বিশ্বের মাত্র ৮ দশমিক ৪ শতাংশ জনগোষ্ঠী পূর্নাঙ্গ গণতন্ত্রের অধীনে বাস করেন। আর এক তৃতীয়াংশের বেশি জনগোষ্ঠী স্বৈরশাসনের অধীনে রয়েছেন। ২০২০ সালে এই সূচকে পুরো বিশ্বের গড় স্কোর আগের বছরের ৫ দশমিক ৪৪ থেকে কমে ৫ দশমিক ৩৭ হয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, ২০০৬ সালে সূচক প্রকাশের পর থেকে এটাই সবচেয়ে খারাপ স্কোর। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের গণতন্ত্রের দশার এই অবনমনের পেছনে মহামারির মধ্যে দেশে দেশে কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি বড় ভূমিকা রেখেছে। এবারের সূচক বলছে, গণতন্ত্রের বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে ভারত। ৬ দশমিক ৬১ স্কোর নিয়ে ভারত আছে তালিকার ৫৩ নম্বরে। এরপর ৬ দশমিক ১৪ স্কোর নিয়ে শ্রীলঙ্কা ৬৮ তম; ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে বাংলাদেশ ৭৬ তম; ৫ দশমিক ৭১ স্কোর নিয়ে ভুটান ৮৪ তম; ৫ দশমিক ২২ স্কোর নিয়ে নেপাল ৯২তম; ৪ দশমিক ৩১ স্কোর নিয়ে পাকিস্তদান ১০৫ তম; ৩ দশমিক ০৪ স্কোর নিয়ে মিয়ানমার ১৩৫ তম এবং ২ দশমিক ৮৫ স্কোর নিয়ে আফগানিস্তান ১৩৯ তম অবস্থানে রয়েছে। ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে এবারের তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। শীর্ষ দশে আরও আছে আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা, ফিনল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়