মায়ানমারে আটকদের মুক্তির আহ্বান নিরাপত্তা পরিষদের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ফটো
ঢাকা (০৫ ফেব্রুয়ারি): মায়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের পর আটক 'সব বন্দীকে অবিলম্বে মুক্তি দেয়ার' আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে নিরাপত্তা পরিষদ এ আহবান জানায়। খবর ইউএনবি।
সংবাদ বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানায়, 'নিরাপত্তা পরিষদের সদস্যরা ১ ফেব্রুয়ারি মায়ানমারে জারি করা জরুরি অবস্থা এবং স্টেট কাউন্সেলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্তসহ অন্যদের নির্বিচারে আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।'
পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মায়ানমারে সামরিক অভ্যুত্থানের একদিন পরই রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা। তবে বৈঠক থেকে একীভূত বার্তা প্রদানে সক্ষম হয়নি নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন কারী যুক্তরাজ্য, কারণ বিষয়টি মূল্যায়নের জন্য আরও সময় চেয়েছে চীন এবং রাশিয়া।
১৫ সদস্য দেশের মধ্যে আরও আলোচনার পরে মিয়ানমারে অভ্যুত্থানের সমালোচনা করে একটি প্রেস বিবৃতি জারি করতে রাজি হয় নিরাপত্তা পরিষদ এবং ওই বিবৃতিতে মিয়ানমার সরকারের নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়।
সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করায় মায়ানমারের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে হবে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিবৃতিতে বলা হয়েছে, 'নিরাপত্তা পরিষদের সদস্যরা মায়ানমারে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণে অব্যাহত সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।'
'তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া সমুন্নত রাখতে, সহিংসতা থেকে বিরত থাকতে এবং মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের শাসন সমুন্নত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন,' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।