মায়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৩ ফেব্রুয়ারি): মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক স্টেস কাউন্সেলর অং সান সু চি এবং অন্যান্য নেতাদের অবিলম্বে মুক্তির জন্য সামরিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা।
শুক্রবার মানবাধিকার কাউন্সিলের একটি বিশেষ অধিবেশনে, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপস্থাপিত মূল প্রস্তাবটি গৃহীত হয়। খবর এপি, ইউএনবি।
কোনো বিরোধিতা ছাড়াই প্রস্তাবটি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাস হওয়ার পর, চীনের রাষ্ট্রদূত চেন জু বলেন, 'আমাদের সুপারিশগুলো গ্রহণ করার জন্য অংশীদারদের ধন্যবাদ।' তবে চীন এখনও এই পদক্ষেপ থেকে নিজেদের দূরে রেখেছে বলে তিনি জানিয়েছেন।
এছাড়া সর্বসম্মতিতে গৃহীত এ প্রস্তাবের সাথে সম্পৃক্ত হয়নি চীন ও রাশিয়া।
কাউন্সিলের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা না থাকলেও তারা অধিকার বিষয়ে পদক্ষেপ নিতে পারে।
বিশেষ অধিবেশন চলাকালীন মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবে বলা হয়, 'মায়ানমারে যাদের আটক করা হয়েছে, তাদের ছেড়ে দেয়াসহ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।'
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক কাউন্সিলের গৃহীত এই প্রস্তাবকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ' হিসেবে উল্লেখ করে বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হলো যে 'আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ়ভাবে কথা বলবে (মায়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে)'। তিনি বলেন, 'বাহিনীর অপ্রয়োজনীয় ব্যবহার, গোলাবারুদ ব্যবহার- এগুলো সবই অগ্রহণযোগ্য।'
১ ফেব্রুয়ারি মায়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশের প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।