বসতবাড়িতে দ্রুত ছড়ায় করোনা: স্টাডি
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (২ নভেম্বর): আমাদের বসতবাড়িতে খুবদ্রুত ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। বাড়ির শিশু এবং বয়স্কদেরও খুব সহজে এটি সংক্রমিত করতে পারে। যুক্তরাষ্ট্রে পরিচালিত নতুন একটি স্টাডিতে এ দাবি করা হয়েছে। মর্বিলিটি অ্যান্ড মর্টালিটি উইকলি রিপোর্ট জার্নালে সম্প্রতি এ স্টাডির তথ্য প্রকাশিত হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, গবেষণায় প্রাপ্ত প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তদের সঙ্গে বসবাসরত মানুষের মধ্যে ৫১ শতাংশের শরীরে এ ভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এ স্টাডির অন্যতম সহযোগি এবং যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের হেল্থ পলিসি বিভাগের সহযোগি অধ্যাপক কার্লোস জি গ্রিজাভা বলেছেন, আমরা দেখতে পেয়েছি কোন বাড়ির একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর খুব দ্রুত বাড়ির অন্যরাও এতে দ্রুত আক্রান্ত হয়ে পড়েছেন। এ ধরণের সংক্রমন খুব দ্রুত বাড়িতে ছড়িয়ে পড়ে বলে তিনি উল্লেখ করেন।
স্টাডিতে আরো বলা হয়েছে, বাড়ির একজন করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৭৫ শতাংশ ক্ষেত্রেই পাঁচ দিনের মধ্যে বাড়ির অন্য সদস্যরাও আক্রান্ত হয়েছেন। কোয়ারেনটাইনের প্রতি গুরুত্বারোপ করে গবেষকরা বলছেন, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখলে বাড়িতে এর বিস্তার সহজেই ঠোকানো সম্ভব। তাই বাড়িতে কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ হলে, তাকে অবশ্যই আলাদা কক্ষ এবং বাথরুম ব্যবহারের ব্যবস্থা করতে হবে। তারা জোর দিয়ে বলেন, প্রাথমিক লক্ষণ দেখার পর করোনাভাইরাস পরীক্ষার আগেই আক্রান্তকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। এতে বাড়ির অন্য সদস্যদের মাঝে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা কমিয়ে আনা সম্ভব হবে।