মায়ানমারে বিক্ষোভের সময় গুলিতে আহত নারীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
আহত হওয়ার পর থেকে প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন শিয়া থট থট খিয়াং। ছবি: বিবিসি
ঢাকা (১৯ ফেব্রুয়ারি): মায়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় গুলিতে আহত এক নারী চিকৎসাধীন অবস্থায় মারা গেছেন। গেল সপ্তাহের শুরুতে রাজধানীর নেপিদোতে বিক্ষোভের সময় মাথায় গুলিবিদ্ধ ওই নারী শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন। হাসপাতালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এ খবর জানিয়েছে।
২০ বছর বয়সী ওই নারীর নাম মিয়া থট থট খিয়াং। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে তিনি পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। তার অন্তোষ্টিক্রিয়ার আয়োজনের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বিবিসি বার্মিজকে বলেছেন অন্তোষ্টিক্রিয়া সম্পর্কে বিস্তারিত পওে জানানো হকে।
এদিকে ওই হাসপাতালের একজন ডাক্তার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা এ হত্যার ন্যায় বিচার চাই। এ দাবিতে আমরা এগিয়ে যাব। তিনি আরো বলে গুলিবিদ্ধ ওই নারীকে ইনটেনসিভ কেয়ারে নেয়ার পর থেকেই হাসপাতালের স্টাফরা বেশ চাপের মধ্যে ছিলেন। তিনি আরও বলেন, সেনাবাহিনীর চাপের কারণে অনেক চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে গেছেন।
কর্তৃপক্ষ বলেছে এ মৃত্যুর ঘটনা তারা তদন্ত করে দেখবেন। গুলিবিদ্ধ মিয়া থট থট খিয়াংকে ৯ ফেব্রুয়ারি হাসপাতালে নেয়ার পর থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে এটাই প্রথম মৃত্যুর খবর।
সামরিক বাহিনীর মুখপাত্র ও তথ্যমন্ত্রী জ মিন টুন চলতি সপ্তাহে ওই নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
আহত হওয়ার পর থেকে প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন শিয়া থট থট খিয়াং। বিক্ষোভকারীদের বড় বড় ব্যানারে তার ছবি দেখা গেছে। তারা এ ঘটনার ন্যায়বিচার দাবি করছেন।