Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মায়ানমার সেনাবাহিনীর পেজ মুছে দিলো ফেসবুক

সোমবার

১৮ নভেম্বর ২০২৪


৪ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মায়ানমার সেনাবাহিনীর পেজ মুছে দিলো ফেসবুক

আন্তজার্তিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০২১  
মায়ানমার সেনাবাহিনীর পেজ মুছে দিলো ফেসবুক

ছবি: আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হচ্ছে, ইন্ডিয়ার এক্সপ্রেস

ঢাকা(২১ ফেব্রুয়ারি): মায়ানমারের সেনাবাহিনীর মুল ফেসবুক পেজ মুছে দেওয়া হয়েছে। বিক্ষোভে উত্তাল দেশটির একটি শিপইর্য়াডে দুইজন বিক্ষোভকারীকে গুলি করে মারার একদিন পরে রবিবার পেজ মুছে দেওয়ার কথা জানায় ফেসবুক। খবর বিবিসি, রয়র্টাস। 

ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়, আমাদেও বৈশ্বিক নীতিমালা রক্ষায় আমরা ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজ ফেসবুক থেকে সরিয়ে দিয়েছি। কমিউনিটি সংক্রান্ত নীতিমালা বারবার অমান্য করার দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে দেশটির সেনাবাহিনী এখনো কোন মন্তব্য করেনি। 

প্রসঙ্গত, মায়ানমার সেনাবাহিনী এই পেজের মাধ্যমে দেশের সর্বশেষ অবস্থার আপডেট জানাচ্ছিল। সেখান থেকে ভুয়া খবর দেয়ার অভিযোগ ওঠার পর পেজ মুছে দেওয়া হলো। 

এর আগে ২০১৮ সালে ফেসবুক থেকে দেশটির সেনাবাহিনী প্রধানসহ মোট ২০ জনকে নিষিদ্ধ করা হয়। সরানো হয়েছিলো শতশত পেজ।

গত পহেলা ফৈব্রুয়ারি মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি  রাজধানী নেপিডোতে সেনাশাসন বিরোধী বিক্ষোভকালে গুলিতে আহত হন ২০ বছরের এক নারী। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে  চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান। শনিবার মারা যান আরও দুজন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়