বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পের জয়ের পক্ষে ৫০ লাখ ডলার বাজি

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:৪৩, ৪ নভেম্বর ২০২০  
ট্রাম্পের জয়ের পক্ষে ৫০ লাখ ডলার বাজি

ছবি: ডেইলি সান

ঢাকা (৩ নভেম্বর): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পক্ষে ৫০ লাখ ডলার বাজি ধরেছেন এক ব্রিটিশ জুয়াড়ি। ধারণা করা হচ্ছে এ যাবতকালের এটিই সবচেয়ে বড় রাজনৈতিক বাজি বা জুয়া।

ব্রিটেনের দ্য ডেইলি সান জানিয়েছে, ওই জুয়ারি সাবেক ব্যাংক কর্মকর্তা। তিনি বাজি ধরতে ক্যারিবীয় দ্বীপ কুয়ারাকোর একটি বেসরকারি জুয়া প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন। বাজিতে জিতলে তিনি পাবেন এক কোটি ৫০ লাখ ডলার। আর হারলে তাকে দিতে হবে ৫০ লাখ ডলার।

ডেইলি সান জানিয়েছে, রহস্যময় ওই জুয়াড়ির এই আত্মবিশ্বাসের কারণ হচ্ছে, তিনি ট্রাম্পের প্রচারণা শিবিরে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন। জুয়াড়ি প্রতিষ্ঠানের একটি সূত্র বলেছে, ‘এই বাজির কথা সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আমরা মনে করছি রাজনীতির ওপর ধরা এটি সর্বোচ্চ বাজির অংক।’

ডেইলি সান বলছে, রহস্যময় ওই জুয়াড়ি কেবল একাই নন। নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে আরা অনেকেই  বাজী ধরেছেন। র‌্যাডব্রোক বলছে প্রচারণার শেষ সপ্তাহে চার জনের মধ্যে তিনজনই ট্রাম্পের পক্ষে বাজী ধরেছেন। প্যাডি পাওয়ার বলছে দুই প্রতিদ্বন্দ্বিকে নিয়ে নির্বাচনী প্রচারণার শেষ ২৪ ঘণ্টায়ও বাজী ধরা অব্যহত ছিল। এতে দেখা গেছে ৯৭ শতাংশ ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে দেখার পক্ষে বাজী ধরেছেন। আর জো বাইডেনের পক্ষে রয়েছেন মাত্র ৭ শতাংশ।

ব্রিটেনের বুকমেকার বেটফেয়ার এক্সচেঞ্জ জানিয়েছে, এবারের মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে এখ পর্যন্ত ৩৩৭ মিলিয়ন ডলারের বাজী ধরা হয়েছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বাজি ধরা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলেও যুক্তরাজ্যে এটি বেশ জনপ্রিয়।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়