মায়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত, নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
মান্দালেতে বুধবার পুলিশ গুলি চালালে বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে পড়েন। ছবি: রয়টার্স
ঢাকা (০৪ মার্চ): মায়ানমারের বিক্ষুব্ধ জনতা জান্তা বিরোধী বিক্ষোভে আবারো রাস্তায় নেমে এসেছেন। বুধবার পুলিশের গুলিতে ৩৮জন নিহত হওয়ার পরও মৃত্যুকে উপেক্ষা করে তারা বৃহস্পতিবার ফের রাস্তায় নেমে আসেন। জান্তা ক্ষতা দখলের পর এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০।
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালেও ইয়াঙ্গুনের পশ্চিমে পাথেইন শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার বিভিন্ন শহরে জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশ এবং সেনাসদস্যরা কোন ধরণের হুশিয়ারি বা সতর্ক না করেই গুলি চালিয়েছে বলে প্রতদ্যক্ষদর্শীরা দাবি করেছেন। এতে ৩৮জন নিহত হলেও বিক্ষোভকারীরা দমে যাননি। মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে তারা তাই বৃহস্পতিবারও রাজপথে নেমে এসেছেন।
বিক্ষোভকারীরা বলছেন, তারা জান্তার অধীনে কোন ভাবেই থাকতে চান না। নির্বাচিত নেত্রী অং সান সুচিকে মুক্তি এবং নভেম্ববরের নির্বাচনের স্বীকৃতি দিতে জান্তা সরকারকে বাধ্য করতেই তারা রাস্তায় নেমেছেন।
বিক্ষোভে অংশগ্রহনকারী মাউং সুংখা রয়টার্সকে বলেন, আমরা ভাল করেই জানি বাইওে বের হলে যে কোন সময় খুলি খেয়ে মরতে হবে। কিন্তু তাই বলে জান্তার অধীনে বেঁচে থাকব না। এভাবে বাঁচার কোন মানে নেই।
এদিকে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে বৃহস্পতিবার সকালে পাঁচটি ফাইটার জেট বেশ নীচু দিয়ে বেশ কয়েকবার টহল দিয়েছে। শহরের বাসিন্দারা বলছেন জান্তা সরকার নিজের শক্তির জানান দিতেই এ মহড়া চালিয়েছে।
মায়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শানা বার্গেনার নিউ ইয়র্কে বলেন, ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর বুধবারের দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ। এদিন ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে জান্তা ক্ষমতায় আসার পর মৃতের সংখ্যা ৫০জনে দাঁড়িয়েছে।
বুধবারের সহিংসতায় হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং মিডিয়া বিভিন্ন ধরণের তথ্য দিচ্ছে। একটি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে বুধবারের ঘটনায় নিহতদেও মধ্যে চার শিশুও রয়েছে। আর মিডিয়া রিপোর্টে বলা হয়েছে বুধবার শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।