জান্তার অর্থ সরানোর চেষ্টা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভের লোগো
ঢাকা (০৫ মার্চ): যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করেছিল মায়ানমারের জান্তা সরকার। কিন্তু যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের তৎপরতার কারণে তারা এতে সফল হতে পারেনি। এদিকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত মায়ানমারের টেলিভিশিন নেটওয়ার্কের পাঁচটি চ্যানেল সরিয়ে ফেলেছে ইউটিউব কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
মার্কিন কর্মকর্তারা জানান, অং সান সু চিকে গ্রেপ্তার করে ক্ষমতা দখলের পরপরই নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করেছিল মায়ানমারের সামরিক সরকার। তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তা আটকে দিয়েছে।
৪ ফেব্রুয়ারি মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে তহবিল স্থানান্তরের অনুরোধ প্রথমে আটকে দেয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। এরপর মার্কিন কর্মকর্তারাও বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে দেন।
এরপর প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই তহবিল স্থানান্তর স্থগিত করার এখতিয়ার দেন।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টেরও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি মায়ানমারের সামরিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকে নতুন একজন গভর্নর নিয়োগ দিয়ে গণতন্ত্রপন্থি কর্মকর্তাদের আটক করলে ফেডারের রিজার্ভের বিষয়টি জানাজানি হয়।
এদিকে মায়ানমারের সেনাবহিনী নিয়ন্ত্রিত টেলিভিশিন নেটওয়ার্কের পাঁচটি চ্যানেল ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। ইউটিউবের একজন মুখপাত্র বলেন, আমাদের নীতি ও আইন অনুযায়ী কয়েকটি চ্যানেল এবং বেশ কিছু ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।
ইউটিউব জানিয়েছে, যে ৫টি চ্যানেল প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে তার মধ্যে রাষ্ট্র পরিচালিত মায়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের (এমআরটিভি) পাশাপাশি সেনা নিয়ন্ত্রিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি ও এমডব্লিউডি মিয়ানমারও রয়েছে।
এর আগে ফেইসবুক কর্তৃপক্ষও তাদের প্ল্যাটফর্মে মায়ানমারের সেনাবাহিনী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ও পেইজ নিষিদ্ধ করেছিল।
১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। সামরিক অভ্যুত্থানের পর থেকেই সেনাবিরোধী গণতন্ত্রপন্থিরা রাজপথে নেমে বিক্ষোভ করছেন। প্রথম দিকে সংযম দেখালেও কয়েকদিন ধরে বিক্ষোভ দমনে সহিংসতার পথ নিয়েছে নিরাপত্তা বাহিনী।