মায়ানমারে পাঁচ গণমাধ্যমের লাইসেন্স বাতিল
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: মায়ানমারের রাস্তার জনতার বিক্ষোভ চলছে
ঢাকা (০৯ মার্চ): মায়ানমারের সামরিক শাসক এবার গণমাধ্যমে নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে সরকার স্থানীয় পাঁচটি মিডিয়ার লাইসেন্স বাতিল ঘোষণা করেছে। খবর এপি।
যে পাঁচ মিডিয়ার লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে: মিজ্জিমা, ডিভিবি, খিট থিট মিডিয়া, মায়ানমার নাউ এবং সেভেনডে নিউজ।
রাষ্ট্রনিয়ন্ত্রিত এমআরটিভিতে এক বিবৃতিতে সরকার বলেছে, এসব মিডিয়া কোম্পানিকে আর কোন ধরণের মিডিয়া প্ল্যাটফর্ম বা প্রযুক্তি ব্যবহার করে কোন তথ্য প্রচার বা লিখার অনুমতি দেওয়া হবে না।
লাইসেন্স বাতিল করা এসব মিডিয়াতে সরকার বিরোধী বিক্ষোভের বিস্তারিত তথ্য সম্প্রচারিত হতো। কখনো আবার তারা ঘটনার বিস্তারিত সরাসরিও সম্প্রচার করতো। লাইসেন্স বাতিল ঘোষণার আগে সোমবার কর্তৃপক্ষ মায়ানমার নাউয়ের অফিসে অভিযান চালিয়েছে।
ডিভিবি বলছে, লাইসেন্স বাতিলের ঘটনায় তারা বিস্মিত হয়নি। তবে স্যাটেলাইট টেলিভিশন এবং অনলাইনে তাদের সম্প্রচার অব্যাহত থাকবে। বার্তা সংস্থা এপিকে ডিভিবির নির্বাহী পরিচালক আয়ে চ্যাং নাইং বলেছেন, আমরা আমাদের রিপোর্টার এবং স্টাফদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কিন্তু বর্তমান বিক্ষোভে সারাদেশের মানুষই সাংবাদিকে পরিণত হয়েছেন। তথ্য প্রবাহ বন্ধ করার কোন উপায় সামরিক বাহিনীর কাছে নেই।
অভ্যুত্থানের পর এখন পর্যন্ত সরকার মায়নামার নাও এবং এপির রিপোর্টার থেইন জাওসহ বেশ কয়েকজন সাংবাদিককে আটক করেছে। এদের দুজনের বিরুদ্ধে জনশৃংখলা আইনে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।