পুলিশ হেফাজতে এনএলডি কর্মকর্তার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: মায়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভ চলছে
ঢাকা (১০ মার্চ): মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির রাজনৈতিক দলের এক কর্মকর্তা পুলিশ হেফাজতে মারা গেছেন। মঙ্গলবার ইয়াংগুন থেকে পুলিশ তাকে আটক করেছিল।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, নির্যাতনের কারণেই পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইদিনে পুলিশ হেফাজতে ন্যাশনাল লীগ ফর ডেমক্র্যেসির (এনএলডি) দুই কর্মীর মৃত্যু হলো।
বহিস্কৃত পার্লামেন্টটেরিয়ান বা মায়ো থেইনের উদ্বৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে মঙ্গলবার মারা যাওয়া কর্মকর্তার নাম জউ মায়াত লিন। ইয়াঙ্গুন থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মায়ো থেইন বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে ইয়াংগুন থেকে লিনকে আটক করা হয়। তিনি কয়েকদিন ধরে বিক্ষোভে অংশ নিচ্ছিলেন।
মানবাধিকার সংগঠন অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার (এএপিপি) এক বিবৃতিতে জানিয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জউ মায়াত লিনকে রাতের অভিযানে গ্রেপ্তার করে নির্যাতনের পর মৃত ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও এএপিপি জানিয়েছে নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।
গ্রেপ্তারের কিছুক্ষণ আগে জউ মায়াত লিন ফেসবুকে লাইভ করছিলেন। সেখানে তিনি বলেছেন, আমি দেশের সব নাগরিককে উদ্বুদ্ধ করে জানাতে চাই যে, স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের দিন রাত ২৪ ঘণ্টাই বিক্ষোভ করবো। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি বলেন, তাদেরকে পরাজিত করতে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে।
ফেসবুক লাইভে তিনি আরো বলেন, জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য সংস্থাকে আমরা দেখাতে চাই যে, মায়ানমারের জনগণ গণতন্ত্র চায়। গণতন্ত্রকে আমরা জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হিসেবে মূল্যায়ন করি।
১ ফেব্রুয়ারি মায়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর শুরু হয় দমন-নিপীড়ন। এখন পর্যন্ত সেখানে ৬০ জনের বেশি বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।