যুক্তরাষ্ট্রে তিন ম্যাসাজ পার্লারে গুলিতে নারীসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: জর্জিয়ায় ম্যাসাজ পার্লারে গুলিতে আটজন নিহত
ঢাকা (১৭ মার্চ): যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তিনটি ম্যাসাজ পার্লারে এক বন্দুকধারীর গুলিতে এশিয়ান ছয় নারীসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। খবর বিবিসি, সিবিএস ও নিউইয়র্ক টাইমস।
পুলিশ বলেছে মঙ্গলবার উত্তর আটলান্টার শহরতলী অ্যাকওর্য়থের একটি একটি ম্যাসেজ পার্লারে গুলিতে চারজন নিহত হয়েছেন। বাকী চারজন আরো দুটি ম্যাসেজ পার্লারে নিহত হয়েছেন। তারা আরো জানিয়েছে, ঘটনাস্থলেই চারজন, হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন কোরিয়ান বংশোদ্ভুত।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ২১ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবকই তিনটি পার্লারে বন্দুক হামলা চালিয়েছে।
গুলিবর্ষণের কয়েক ঘণ্টার মাথায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। তবে ঠিক কারণে এ বন্দুক হামলা চালানো হয়েছে, সেটি এখনও পরিষ্কার নয়।
এদিন প্রথম হামলাটি ঘটে আটলান্টা শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তরে চেরোকি কাউন্টিতে। কাউন্টির শেরিফ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান, ইয়ংস এশিয়ান ম্যাসাজ পার্লারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সেখানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজনই নারী। তাদের মধ্যে দুজন এশীয় বংশোদ্ভূত এবং অন্যজন শ্বেতাঙ্গ। নিহত আরেক ব্যক্তি শ্বেতাঙ্গ পুরুষ বলে জানা গেছে।
স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ওই হামলা চালানো হয় বলে জানান জে বেকার। পরে আরও দুটি ম্যাসাজ পার্লার বা স্পাতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এ সময় আরও চারজন নিহত হন।
শহরের পুলিশপ্রধান রডনি ব্রায়ান্ট জানান, প্রথম ঘটনার ৪৫ মিনিটের মাথায় ডাকাতির খবর পেয়ে গোল্ড ম্যাসাজ স্পা নামের আরেকটি স্পাতে ছুটে যান পুলিশ সদস্যরা। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ তিন নারীর মরদেহ দেখতে পান। এর মধ্যেই একই সড়কের অ্যারোমা থেরাপি স্পা নামের আরেকটি স্পা থেকে ফোন আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানেও গুলিবিদ্ধ আরেক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।