যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (৭ নভেম্বর): যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেনিয়ায় জয়ের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। খবর বিবিসি, সিএনএন।
বিবিসির পূর্বাভাস অনুযায়ী, তিনি ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অবশ্য এটা নির্ভর করবে আইনগত চ্যালেঞ্জের ফলাফলের ওপর।
ভোটের ফলাফলের হিসাবে পেনসিলভেনিয়ায় জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পেনসিলভেনিয়ায় জেতার মাধ্যমে বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। এদিকে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে ইঙ্গিত দেয়া হয়েছে তাদের প্রার্থীর পরাজয় মেনে নেয়ার কোন পরিকল্পনা করেননি। মার্কিন নির্বাচনের এ ফলাফলের মাধ্যমে ১৯৯০ এর দশকের পর ট্রাম্পই প্রেসিডেন্ট হিসেবে এক মেয়াদে দায়িত্ব পালন করলেন।
বিবিসি বলেছে, যেসব রাজ্যে ভোট গণনা শেষ হয়েছে সেগুলোর অনানুষ্ঠানিক ফলাফলের ভিত্তিতেই বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৯০০ সালের পর এবারের নির্বাচনেই সর্বাধিক ভোট পড়েছে। এবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেন পেয়েছেন ৭৩ মিলিয়ন ভোট। আর তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন প্রয়ে ৭০ মিলিয়ন ভোট।
ফক্স নিউজ জানিয়েছে, বাইডেন পেয়েছেন ২৯০টি ইলেকটোরাল ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন ছিল ২৭০টি ভোট। ব্যাটলগ্রান্ড হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় বাইডেন ২০টি ইলেকটোরাল ভোটের সব কয়টি পেয়েছেন। নেভাদার ছয়টি ভোটও পেয়েছেন তিনি। অবশ্য জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও আলাস্কার ভোটের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। এই তিনটি রাজ্যে জিতলে তিনি জয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল ভোটের চেয়ে আরও বেশি ভোট পেয়ে যাবেন। এই ভোটগুলো পেলে তার ঝুলিতে যাবে ৩০৬টি ভোট।
বাইডেনের বিজয়ের খবর জানাজানি হবার পর রাজধানী ওয়াশিংটন ডিসির বিএলএম প্লাজায় উল্লসিত লোকজন 'ঈশ্বরকে প্রশংসা, ডোনাল্ড ট্রাম্প বিদায় নিয়েছেন" বলে উল্লাস করে গান গাইতে দেখা যায়।
সাধারণত পরাজিত প্রার্থী নিজের পরাজয় স্বীকার করে নেন। কিন্তু ট্রাম্প বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পেনসিলভেনিয়ার ফলাফল নিয়ে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, নির্বাচন শেষ হয়ে যায়নি। চারটি রাজ্যে ভোটের গণনা অব্যহত রয়েছে। এমন অবস্থায় সেই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে বাইডেনকে বিজয়ী ঘোণা করা হয়েছে।
সিএনএন জানিয়েছে, জো বাইডেন বিজয়ের খবর প্রকাশের কয়েক মুহূর্ত পরই প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, "বাইডেন মিথ্যে জয়ের ভাব ধরার জন্য তাড়াহুড়ো করছেন" এবং "ভোটযুদ্ধ এখনো শেষ হবার অনেক বাকি।" বিবৃতিতে আরো বলা হয়, তাদের আইনী যুদ্ধ সোমবার থেকে শুরু হবে। ট্রাম্প তার বিবৃতিতে বলেন যে ভোটগণনার ফলগুলো এখনও নির্বাচনী কর্মকর্তারা প্রত্যয়ন করেননি, এবং এগুলো আসলে সংবাদমাধ্যমের পূর্বাভাস মাত্র।
জর্জিয়াতে ভোট পুনগণনা করা হবে। একই ভাবে ট্রাম্প চান উইসকনসিনেও ভোট পুনগণনা করা হোক। তিনি বিষয়টি আইনগত ভাবে মোকাবেলারও প্রত্যয় ব্যক্ত করেছেন।
৭৭ বছর বয়সী বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। তার এই বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রে আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। দেশের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।