জার্মানিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: জার্মানিতে তিন সপ্তাহের লক ডাউন ঘোষণা
ঢাকা (২৩ মার্চ): করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জার্মানি তিন সপ্তাহের লক ডাউন ঘোষণা করেছে। মঙ্গলবার এ লকডাউন ঘোষণার ফলে ইস্টার ছুটিতে জার্মানি কার্যত পুরোপুরি স্থবির হয়ে পড়বে। খবর বিবিসি।
আঞ্চলিক নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল মঙ্গলবার দেশের পরিস্থিতি খুব ভয়াবহ বলে উল্লেখ করেছেন। নতুন ঘোষিত এ লকডাউনের মধ্যে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সবচেয়ে কঠোর ভাবে মেনে চলা হবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময়ে বেশির ভাগ দোকান পাটই বন্ধ থাকবে এবং জনসমাগম নিয়ন্ত্রণ করা হবে।
জার্মানির ১৬ স্টেটের নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ সময়ের বৈঠকের পর চ্যাঞ্চেলর মার্কেল বলেন, যুক্তরাজ্যের করোনাভাইরাসের মারাত্বক সংক্রমক ভ্যারিয়েন্ট জার্মানিতে বেশ প্রবল আকার ধারণ করেছে। ফলে জার্মানি এখন নতুন মহামারির সম্মুখীন হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি আসলেই খুব ভয়াবহ। এ ভাইরাস এখন আরো বেশি সংক্রমক এবং এ থেকে রেহাই পেতে জার্মানি সময়ের সঙ্গে লড়াই করছে। এ অবস্থায় মঙ্গলবার ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সতর্কতা আরো বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল।
ইস্টারের শুরুতে ১ এপ্রিল থেকে পাঁচদিনের জন্য জার্মানির বাসিন্দাদের বাড়িতে অবস্থান করে বাইরের যোগাযোগ কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।
জার্মানিতে সংক্রমনের সংখ্যা প্রতি ১০০,০০০ জনের মধ্যে ১০০ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় সেখানে ৭,৪৮৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু বরণ করেছেন ২৫০ জন। এ অবস্থার প্রেক্ষিতে জার্মানিতে নতুন করে এ লকডাউনের ঘোষণা দেওয়া হল।