মায়ানমারে গুলিতে ১৬ বিক্ষোভকারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
মান্দালের একটি ব্যারিকেডে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। ছবি: এএফপি
ঢাকা (২৭ মার্চ): মায়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শনিবার প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। খবর চ্যানেল নিউজ এশিয়া।
মায়ানমার নাউ এক রিপোর্টে জানিয়েছে, শনিবার সকালে ইয়াঙ্গুনের ডালা শহরতলীর একটি থানার বাইরে কিছু লোক বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি করে। এ ঘটনায় অন্তত চারজন নিহত এবং ১০জন আহত হন।
শহরের ইনসেইন এলাকায় বিক্ষোভের সময় অনুর্ধ্ব ২১ ফুটবল টিমের এক খেলোয়ারসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সেখানকার এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চলে লাশিহো শহরে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আর ইয়াঙ্গুনের কাছে বাগো অঞ্চলে আলাদা ঘটনায় আরো চারজন নিহত হয়েছেন। উত্তরটূর্বাঞ্চলীয় হোপিন শহরে আরো একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের জান্তা বিরোধী গ্রুপ সিআরপিএইচ এর মুখপাত্র ডা. সাসা একটি অনলাইন ফোরামকে বলেছেন, আজকের দিনটি শসস্ত্রবাহিনীর জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, ৩০০ জনের বেশি নিরাপরাধ নাগরিককে হত্যা করে সামরিক বাহিনীর জেনারেলরা এখন শসস্ত্রবাহিনী দিবস পালন করেছেন।