মায়ানমারে নির্বিচারে হত্যা: ১২ দেশের প্রতিরক্ষামন্ত্রীর নিন্দা
আন্তজার্তিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফ্রান্সটোয়েন্টিফোর
ঢাকা (২৮ মার্চ): মায়ানমারে একদিনে ১১৪ জন বেসামরিক মানুষকে হত্যার নিন্দা জানিয়েছেন ১২টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। বিশ্বে কোনো ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীদের এমন নিন্দা জানানোর ঘটনা বিরল। খবর রয়টার্স,বিবিসি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড রবিবার একটি যৌথ বিবৃতি দিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, জনগণের ক্ষতি না করে সুরক্ষা দেওয়ার জন্য দায়বদ্ধ পেশাদার সেনাবাহিনী। এ ক্ষেত্রে তাদেও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আন্তজার্তিক মানদন্ড অনুসরণ করতে হবে। আমরা মায়ানমারের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানাই সহিংসতা বর্জন করতে। একই সঙ্গে দেশটির জনগণের সঙ্গে সম্মান ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করে কাজ করার আহ্বান জানাই।
প্রসঙ্গত, শনিবার মায়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে পাখির মতো গুলি করে সামরিক জান্তা হত্যা করেছে কমপক্ষে ১১৪ জনকে। এর মধ্যে বেশ কয়েকজন শিশু আছে। একে গণহত্যা বলে অভিহিত করেছেন জাতিসংঘের তদন্তকারীরা।