প্রচারণার সমালোচনা সত্ত্বেও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা নিয়ে বার বার সমালোচনা করা সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ট ট্রাম্প এক নিউজ কনফারেন্সে বলেন, শুক্রবার তিনি ট্রাম্প টাওয়ারে জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন। মস্কোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরে ইউক্রেন নেতা অস্বীকৃতি জানানোয় ট্রাম্প তার সমালোচনা করার একদিন পরই সাক্ষাত করতে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরেই ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তিক্ত সম্পর্ক রয়েছে। ২০১৯ সালে জেলেনস্কিকে বাইডেনের পরিবার সম্পর্কে তথ্য জানতে জেলেনস্কিকে চাপ দেয়ার অভিযোগে ট্রাম্পকে অভিশংসন করা হয়েছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পুরোপুরি অভিযান শুরু করার পর মস্কো যে ভাষায় কথা বলছে ঠিক একইভাবে কথা বলছেন ট্রাম্প। এমনকি সেপ্টেম্বর একটি বিতর্কে যুদ্ধে ইউক্রেনে জয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।