ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (১০ নভেম্বর): মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইটারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্পের সঙ্গে মার্ক এসপারের প্রকাশ্য বিবাদ রয়েছে। তার জেরে এমন ঘোষণা এলো। এর আগেও বেশ কয়েকজন প্রতিরক্ষামন্ত্রী কাজ করেছে ট্রাম্প প্রশাসনে। মতের অমিল হলেই তাদের বরখাস্ত করেছেন ট্রাম্প।
এদিকে সিএনএন জানিয়েছে, মার্ক এসপার পদত্যাগের সিদ্ধান্তই নিয়েছিলেন, পদত্যাগপত্র জমা দিতেও যাচ্ছিলেন তিনি।
এদিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার মিলারকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার।
মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর ২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন ট্রাম্প। এ সময়ের মধ্যে গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে এবং সিআইএ পরিচালক জিনা হাসপেলকেও ট্রাম্প সরাতে পারেন বলে জানিয়েছেন সহযোগীরা।
ট্রাম্প এর আগে আরও বদলেছেন একাধিক চিফ অব স্টাফ। প্রেস সেক্রেটারি, উপদেষ্টা- একেক সময়ে একেকজনের পদত্যাগের পাশাপাশি নানান সময়ে ট্রাম্প নানাজনকে বরখাস্ত করেছেন।